নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সংবাদ প্রচারের জের ধরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে মামুন নামের এক যুবক। গত ১৮ এপ্রিল (সোমবার) এ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেন।
হুমকিদাতা মামুন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের খায়ের উল্যার বাড়ির ইমাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাংবাদিক সেলিম বলেন, ‘গত কয়েক দিন আগে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৫ম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা চালায় জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। পরবর্তীতে শিশুটির পরিবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে নালিশ দিলে তারা ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফা করার চেষ্টা করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটির পরিবারকে হুমকি প্রদান করে। ঘটনা জানাজানি হলে আমি সরেজমিনে তথ্য সংগ্রহ করে গত ১৮ এপ্রিল (সোমবার) ভিডিও নিউজ প্রকাশ করি। ভিডিওটি প্রকাশের পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করে আমার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। এর জের ধরে সোমবার রাত ১২.৩৩ মিনিটে ‘০১৮৮৭৯৬৫২৮৭’ এই নম্বর থেকে আমার ব্যক্তিগত নম্বরে একটি কল আসে। আমি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে কলের অপর প্রান্তে থাকা মামুন নামের এক ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। আমি তাঁর পরিচয় জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি তোর বাপ হই, তুই এখনো আমার ফুপার ভিডিওটি ডিলিট করিস নি কেন! তুই যদি ভিডিওটি ডিলিট না করিস তাহলে তুই এলাকায় কীভাবে থাকিস আমি তা দেখে নিব। আমি তোকে তোর অফিস থেকে উঠিয়ে এনে মারব। তুই কত বড় সাংবাদিক আমি সেটা দেখে নিব। তোর সাহস থাকলে তুই অশ্বদিয়ায় আসিস, আমি তোর হাড়গোড় সব এক করে ছাড়ব। ”
হুমকির বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সাংবাদিক সেলিম কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সংবাদ প্রচারের জের ধরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে মামুন নামের এক যুবক। গত ১৮ এপ্রিল (সোমবার) এ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেন।
হুমকিদাতা মামুন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের খায়ের উল্যার বাড়ির ইমাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাংবাদিক সেলিম বলেন, ‘গত কয়েক দিন আগে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৫ম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা চালায় জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। পরবর্তীতে শিশুটির পরিবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে নালিশ দিলে তারা ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফা করার চেষ্টা করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটির পরিবারকে হুমকি প্রদান করে। ঘটনা জানাজানি হলে আমি সরেজমিনে তথ্য সংগ্রহ করে গত ১৮ এপ্রিল (সোমবার) ভিডিও নিউজ প্রকাশ করি। ভিডিওটি প্রকাশের পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করে আমার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। এর জের ধরে সোমবার রাত ১২.৩৩ মিনিটে ‘০১৮৮৭৯৬৫২৮৭’ এই নম্বর থেকে আমার ব্যক্তিগত নম্বরে একটি কল আসে। আমি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে কলের অপর প্রান্তে থাকা মামুন নামের এক ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। আমি তাঁর পরিচয় জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি তোর বাপ হই, তুই এখনো আমার ফুপার ভিডিওটি ডিলিট করিস নি কেন! তুই যদি ভিডিওটি ডিলিট না করিস তাহলে তুই এলাকায় কীভাবে থাকিস আমি তা দেখে নিব। আমি তোকে তোর অফিস থেকে উঠিয়ে এনে মারব। তুই কত বড় সাংবাদিক আমি সেটা দেখে নিব। তোর সাহস থাকলে তুই অশ্বদিয়ায় আসিস, আমি তোর হাড়গোড় সব এক করে ছাড়ব। ”
হুমকির বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সাংবাদিক সেলিম কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’
দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার শহরের সবুজবাগ মোড়ে সংগঠনের হলরুমে এ সংবাদ সম্মেলন হয়।
৫ মিনিট আগেনওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ৩২ টন চাল জব্দ করেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান অভিযানে নেতৃত্ব দেন।
১৩ মিনিট আগেজুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ৪ দফা দাবি উত্থাপন করেছে। দাবি পূরণে ১০০ দিনের আলটিমেটাম দিয়ে আগামী ৫ আগস্ট ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
১৩ মিনিট আগেছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিয়েছেন বগুড়ার ১৩ জন নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনে যোগ দেন। পদত্যাগ করে যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জাকারিয়া
১৭ মিনিট আগে