কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে দুই দিনে বিএনপির ছয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে পাঁচ উপজেলায়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, কক্সবাজার পৌরসভা, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এসব কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
গতকাল বুধবার জেলার চকরিয়া, কুতুবদিয়া ও উখিয়া উপজেলা কমিটিও বিলুপ্ত করা হয়। একই দিন কুতুবদিয়া ও উখিয়ায় আহ্বায়ক কমিটি অনুমোদন দিলেও চকরিয়ায় কমিটি ঘোষণা করা হয়নি।
ইউসুফ বদরী জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে তিনটি শাখাতেই ৭ সদস্য করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কক্সবাজার পৌরসভায় রফিকুল হুদা চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ আবুল কাসেমকে সদস্যসচিব করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা আবদুল মাবুদকে আহ্বায়ক ও সৈয়দ নূরকে সচিব করা হয়েছে। এ ছাড়া রামু উপজেলায় মোক্তার আহমদকে আহ্বায়ক ও আবুল বশর বাবুকে সদস্যসচিব করা হয়েছে।
ইউসুফ বদরী জানান, নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কক্সবাজারে দুই দিনে বিএনপির ছয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে পাঁচ উপজেলায়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, কক্সবাজার পৌরসভা, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এসব কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
গতকাল বুধবার জেলার চকরিয়া, কুতুবদিয়া ও উখিয়া উপজেলা কমিটিও বিলুপ্ত করা হয়। একই দিন কুতুবদিয়া ও উখিয়ায় আহ্বায়ক কমিটি অনুমোদন দিলেও চকরিয়ায় কমিটি ঘোষণা করা হয়নি।
ইউসুফ বদরী জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে তিনটি শাখাতেই ৭ সদস্য করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কক্সবাজার পৌরসভায় রফিকুল হুদা চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ আবুল কাসেমকে সদস্যসচিব করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা আবদুল মাবুদকে আহ্বায়ক ও সৈয়দ নূরকে সচিব করা হয়েছে। এ ছাড়া রামু উপজেলায় মোক্তার আহমদকে আহ্বায়ক ও আবুল বশর বাবুকে সদস্যসচিব করা হয়েছে।
ইউসুফ বদরী জানান, নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
২০ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে