আজকের পত্রিকা ডেস্ক
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেন তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে ৮ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট।
ফেনীতে চট্টগ্রাম-ঢাকা রেললাইন ও রেলসেতুর ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে পানি। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ধসে পড়েছে পাহাড়। ফলে চট্টগ্রামের সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হবিগঞ্জেও খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রেলওয়ের কন্ট্রোল বিভাগ জানায়, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন তলিয়ে গেছে। কুমিল্লায় চট্টগ্রাম থেকে সিলেট রুটের কয়েকটি স্থানেও পানি উঠেছে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাহাড় ধস হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, রেললাইন তলিয়ে যাওয়ায় ও পাহাড় ধসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে। কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাতে পারেনি।
খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার শঙ্কা:
অপরদিকে হবিগঞ্জে বন্যার পানি বেড়ে যাওয়ায় খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ রেলওয়ে শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় তা জানানো হয়।
মহাসড়কে পানি: এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট। গতকাল ভোর থেকে এ যানজট শুরু হয়। তবে গতকাল বিকেলে এ খবর লেখার সময় মহাসড়ক থেকে পানি অনেকটা নেমে গেলে যানজট কমতে থাকে।
জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২ কিলোমিটার এলাকা ডুবে যায়। এতে যান চলাচলে ধীরগতির কারণে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের তৈরি হয়।
ভোরে যানজটে আটকে থাকা কাভার্ড ভ্যানের চালক এমদাদ মিয়া বলেন, ‘ভোর ৬টায় চৌদ্দগ্রামে যানজটে পড়ি। প্রায় সোয়া ১ ঘণ্টা ধরে আটকে আছি।’
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খায়রুল আলম বলেন, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ তলিয়ে যায়। বিকেলে সড়কে থেকে পানি সরতে শুরু করায় যানজট কমে যায়।
গোমতী বাঁধ মেরামতের চেষ্টা স্থানীয়দের: এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুমিল্লা সদরসহ দেবিদ্বার ও বুড়িচং উপজেলার কিছু এলাকায় নদীতীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়ে শত শত বাড়িঘর ডুবে গেছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।
কুমিল্লা সদরের কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কুমিল্লা আদর্শ সদরের ইউএনও রোমেন শর্মা বলেন, জনসাধারণকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এবং কুমিল্লা ও হবিগঞ্জ প্রতিনিধি]
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেন তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে ৮ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট।
ফেনীতে চট্টগ্রাম-ঢাকা রেললাইন ও রেলসেতুর ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে পানি। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ধসে পড়েছে পাহাড়। ফলে চট্টগ্রামের সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হবিগঞ্জেও খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রেলওয়ের কন্ট্রোল বিভাগ জানায়, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন তলিয়ে গেছে। কুমিল্লায় চট্টগ্রাম থেকে সিলেট রুটের কয়েকটি স্থানেও পানি উঠেছে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাহাড় ধস হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, রেললাইন তলিয়ে যাওয়ায় ও পাহাড় ধসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে। কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাতে পারেনি।
খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার শঙ্কা:
অপরদিকে হবিগঞ্জে বন্যার পানি বেড়ে যাওয়ায় খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ রেলওয়ে শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় তা জানানো হয়।
মহাসড়কে পানি: এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট। গতকাল ভোর থেকে এ যানজট শুরু হয়। তবে গতকাল বিকেলে এ খবর লেখার সময় মহাসড়ক থেকে পানি অনেকটা নেমে গেলে যানজট কমতে থাকে।
জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২ কিলোমিটার এলাকা ডুবে যায়। এতে যান চলাচলে ধীরগতির কারণে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের তৈরি হয়।
ভোরে যানজটে আটকে থাকা কাভার্ড ভ্যানের চালক এমদাদ মিয়া বলেন, ‘ভোর ৬টায় চৌদ্দগ্রামে যানজটে পড়ি। প্রায় সোয়া ১ ঘণ্টা ধরে আটকে আছি।’
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খায়রুল আলম বলেন, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ তলিয়ে যায়। বিকেলে সড়কে থেকে পানি সরতে শুরু করায় যানজট কমে যায়।
গোমতী বাঁধ মেরামতের চেষ্টা স্থানীয়দের: এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুমিল্লা সদরসহ দেবিদ্বার ও বুড়িচং উপজেলার কিছু এলাকায় নদীতীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়ে শত শত বাড়িঘর ডুবে গেছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।
কুমিল্লা সদরের কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কুমিল্লা আদর্শ সদরের ইউএনও রোমেন শর্মা বলেন, জনসাধারণকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এবং কুমিল্লা ও হবিগঞ্জ প্রতিনিধি]
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমানে একটা নির্বাচন কমিশন রয়েছে, তারা বলছে ইতিহাসের সবচেয়ে ভালো নাকি নির্বাচন উপহার দেবেন। আমরা তাদের অ্যাসিড টেস্ট দেখতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের জাতীয় নির্বাচনে দেশ চলবে পাঁচ বছর। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন...
১৭ মিনিট আগেব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত ঢাকা শহরকে নিয়ে ৩টি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। ১৯১৭ সালে স্যার প্যাট্রিক গেডিস যে মাস্টারপ্ল্যান করেছিলেন সেখানে বলা হয়েছিল, ঢাকা হবে একটি বাগানের শহর। কিন্তু দুঃখের বিষয়, বেসরকারি হাউজিং শুরু হওয়ার পরে ঢাকা থেকে সবুজ ও জলাশয় হারিয়ে যেতে থাকল। আমরা ঢাকার সবুজ ফিরিয়
২১ মিনিট আগেকামরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই। আবু জাফর রাজু সরকার পতনের পর পলাতক রয়েছেন।
২৫ মিনিট আগেভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও জাল নোট জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...
১ ঘণ্টা আগে