Ajker Patrika

চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে আবু সাঈদ ও আবরার হাসান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা শিশুরা হচ্ছে ওই গ্রামের ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ (দেড় বছর) ও মহিন তালুকদারের ছেলে আবরার হাসান (দেড় বছর)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

নিহতদের চাচা মুক্তার হোসেন ও জিয়াউল হক বলেন, ‘কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে পাশে দুই শিশু খেলতে যায়। সেখানেই সকলের অগোচরে দুই শিশু পানিতে পড়ে যায়। এক পর্যায় তাদের খোঁজাখুঁজি করে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরবর্তীতে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকায় তাদের মৃত্যু হয়।’ 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘পূর্ব কালচোঁ গ্রামে দুই শিশু মৃত্যুর বিষয়টি অপমৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কোনো অভিযোগ না থাকায় স্বাভাবিক নিয়মে মরদেহ নিয়ে গেছেন পরিবারের লোকজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত