ফেনী প্রতিনিধি
ফেনীতে বাসায় গ্যাসের আগুনে দগ্ধ সেই পরিবারের কেউ বেঁচে নেই। ঘটনার ১৩ দিন পর গত সোমবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ টুম্পা রানী সরকার (৩০)।
গত শুক্রবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে রিক সরকার (৯) এবং ৩১ ডিসেম্বর হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান আশীষ চন্দ্র সরকার (৪০)।
আশীষের ছোট ভাই পরিতোষ চন্দ্র সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে ওই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল কবীর জানান, অগ্নিদগ্ধ তিনজনের মধ্যে আশীষ চন্দ্রের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে যায়। তাঁর শ্বাসনালিও অনেকাংশ পুড়ে গেছে। স্ত্রীর ৪০ শতাংশ আর ছেলে ৩০ শতাংশ শরীর পুড়ে যায়। পরে তাঁদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
আশীষ চন্দ্র ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তিন ভাই, এক বোনের মধ্যে আশীষ সবার বড়। তিনি চাকরির সুবাদে ফেনীতে থাকতেন। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। শিশুসন্তান রিক ফেনীতে একটি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র।
ফেনীতে বাসায় গ্যাসের আগুনে দগ্ধ সেই পরিবারের কেউ বেঁচে নেই। ঘটনার ১৩ দিন পর গত সোমবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ টুম্পা রানী সরকার (৩০)।
গত শুক্রবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে রিক সরকার (৯) এবং ৩১ ডিসেম্বর হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান আশীষ চন্দ্র সরকার (৪০)।
আশীষের ছোট ভাই পরিতোষ চন্দ্র সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে ওই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল কবীর জানান, অগ্নিদগ্ধ তিনজনের মধ্যে আশীষ চন্দ্রের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে যায়। তাঁর শ্বাসনালিও অনেকাংশ পুড়ে গেছে। স্ত্রীর ৪০ শতাংশ আর ছেলে ৩০ শতাংশ শরীর পুড়ে যায়। পরে তাঁদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
আশীষ চন্দ্র ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তিন ভাই, এক বোনের মধ্যে আশীষ সবার বড়। তিনি চাকরির সুবাদে ফেনীতে থাকতেন। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। শিশুসন্তান রিক ফেনীতে একটি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৯ মিনিট আগেপুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
২৬ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
৩৫ মিনিট আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে