ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও শহীদ মিনারে ফুল দিল কুবি ছাত্রদল

কুবি প্রতিনিধি
Thumbnail image
কুবির শহীদ মিনারে ফুল দিচ্ছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়েছেন শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

সরেজমিনে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোকে পুষ্পস্তবক অর্পণের সময় না ডাকার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যদের সঙ্গে প্রশাসনের বাগ্‌বিতণ্ডা চলে। পরবর্তীতে সংগঠনগুলোর সদস্যরা বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি নেয়। তবে সেই সময়ই প্রক্টরসহ বিভিন্ন শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রদল পুষ্পস্তবক অর্পণ করে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, তাই আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে র‍্যালি করিনি, বাইরে করেছি। পুষ্পস্তবক অর্পণ করার অনুমতি আমরা নিয়েছি এবং প্রক্টোরিয়াল বডি থেকে এমন অনুমতি দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগগুলোর পর আমরা ফুল দিতে পারব। এ জন্য আমরা এখানে এসেছি।

প্রক্টর আবদুল হাকিম বলেন, তারা (ছাত্রদল) আমার কাছে অনুমতি চাইলে আমি অনুমতি দিয়েছিলাম। তবে তারা যে কোন ব্যানারে ফুল দেবে, এটা আমার জানা ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত