লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিজয় দিবসে একটি হোটেলে পতাকা বিকৃত করে টাঙানোর ঘটনায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে হোটেলের ম্যানেজারকে চড় মারেন এক তহসিলদার। এ সময় শ্রমিকেরা চড়াও হলে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে দুই তহসিলদার আহত হন। আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক ওলি উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।
আজ শনিবার সকাল ৮টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদিয়া হোটেলে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা হোটেল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৮ হোটেল কর্মচারীকে আটক করে। লক্ষ্মীপুরে সদর থানার উপপরিদর্শক ওলি উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।
আহত দুই ব্যক্তি হলেন ওমর ফারুক ও আরিফুর রহমান। ওমর ফারুক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুজায়েতর উল্যাহর ছেলে এবং সদরের উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের তহসিলদার। আরিফুর রহমান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদর ছেলে এবং রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন পরিষদের তহসিলদার।
সদর থানার উপপরিদর্শক ওলি উল্যাহ জানান, বিজয়ী দিবস উপলক্ষে উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদিয়া হোটেল কর্তৃপক্ষ বিকৃতভাবে জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় ওই হোটেলে খাবার খেতে এসে এর প্রতিবাদ করেন তহসিলদার ফারুক হোসেন। এতে হোটেলের ম্যানেজার রাকিবের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবকে চড় দেন তিনি। এতে হোটেলের শ্রমিকেরা চড়াও হন। তখন দুই পক্ষের সংঘর্ষ বাধলে ফারুক হোসেন ও আরিফুর রহমান আহত হন।
সদর থানার উপপরিদর্শক ওলি উল্যাহ আরও জানান, পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে জাতীয় পতাকা বিকৃতভাবে উত্তোলনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ওই হোটেলের ৮ কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, পতাকাটি সঠিকভাবে লাগানো হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ফৌজদারি অপরাধ। আট জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে বলা হয়েছে।
লক্ষ্মীপুরে বিজয় দিবসে একটি হোটেলে পতাকা বিকৃত করে টাঙানোর ঘটনায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে হোটেলের ম্যানেজারকে চড় মারেন এক তহসিলদার। এ সময় শ্রমিকেরা চড়াও হলে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে দুই তহসিলদার আহত হন। আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক ওলি উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।
আজ শনিবার সকাল ৮টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদিয়া হোটেলে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা হোটেল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৮ হোটেল কর্মচারীকে আটক করে। লক্ষ্মীপুরে সদর থানার উপপরিদর্শক ওলি উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।
আহত দুই ব্যক্তি হলেন ওমর ফারুক ও আরিফুর রহমান। ওমর ফারুক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুজায়েতর উল্যাহর ছেলে এবং সদরের উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের তহসিলদার। আরিফুর রহমান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদর ছেলে এবং রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন পরিষদের তহসিলদার।
সদর থানার উপপরিদর্শক ওলি উল্যাহ জানান, বিজয়ী দিবস উপলক্ষে উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদিয়া হোটেল কর্তৃপক্ষ বিকৃতভাবে জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় ওই হোটেলে খাবার খেতে এসে এর প্রতিবাদ করেন তহসিলদার ফারুক হোসেন। এতে হোটেলের ম্যানেজার রাকিবের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবকে চড় দেন তিনি। এতে হোটেলের শ্রমিকেরা চড়াও হন। তখন দুই পক্ষের সংঘর্ষ বাধলে ফারুক হোসেন ও আরিফুর রহমান আহত হন।
সদর থানার উপপরিদর্শক ওলি উল্যাহ আরও জানান, পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে জাতীয় পতাকা বিকৃতভাবে উত্তোলনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ওই হোটেলের ৮ কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, পতাকাটি সঠিকভাবে লাগানো হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ফৌজদারি অপরাধ। আট জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে বলা হয়েছে।
ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।
৪ মিনিট আগেমিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
২৭ মিনিট আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
২৯ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
৩৭ মিনিট আগে