Ajker Patrika

বেগমগঞ্জে চলন্ত ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাক খাদে, চালকের সহকারীসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১০: ৫৮
নোয়াখালীর বেগমগঞ্জে আজ বুধবার ভোরে দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালীর বেগমগঞ্জে আজ বুধবার ভোরে দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জে ডাম্পট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা আরেক ট্রাক খাদে পড়ে গেছে। এতে চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী সজীব (১৮) ও চালকের বন্ধু সাকিব (২০)। তাঁরা ঘটনাস্থলেই মারা যান।

সজীব বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং সাকিব কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে। এ ঘটনায় একজন চালক আহত হলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

স্থানীয় লোকজন জানিয়েছে, রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ডাম্পট্রাক নাজিরপুর এলাকায় এসে দাঁড়ায়। ভোর সাড়ে ৪টার দিকে একই দিক থেকে বালু নিয়ে আরও একটি ডাম্পট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে সেটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজ শব্দ পেয়ে ছুটে এসে ধাক্কা দেওয়া ট্রাকটি থেকে সজীব ও সাকিবের লাশ উদ্ধার করে। তবে তৎক্ষণে উভয় ট্রাকের চালক পালিয়ে যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ কেটে ভেতরে থাকা দুজনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

রুহুল আমিন আরও বলেন, নিহতদের মধ্যে সজীব ট্রাকটির চালকের সহকারী এবং সাকিব চালকের বন্ধু ছিলেন বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুই ট্রাকের চালকসহ অন্যরা ঘটনার পর আহত অবস্থায় পালিয়ে গেছেন। ঘটনাটি তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত