Ajker Patrika

চট্টগ্রামে শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাই কারাগারে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
হেলাল উদ্দিন মানিক। ছবি: সংগৃহীত
হেলাল উদ্দিন মানিক। ছবি: সংগৃহীত

শাশুড়ি হত্যা মামলায় চট্টগ্রামের আনোয়ারায় পলাতক মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার মানিক ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তারের পর আজ সকালে তাঁকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কে নিজের ফুফাতো বোনকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে এক বছরের একটি ছেলে রয়েছে। স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক কলহের জেরে গত ৯ মার্চ শাশুড়ির মাথায় গাছ দিয়ে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলে মারা যান শাশুড়ি।

পরে নিহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে হেলাল উদ্দিন মানিককে প্রধান আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মানিক। তিনি একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত