নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পরিচিত নারী ক্রেতার বাসায় যাওয়ার পর অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটকে রেখে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণের চেইন লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তিন দিন ধরে থানায় ঘুরলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ ওই ব্যবসায়ীর।
১৬ ডিসেম্বর রাতে নগরের বহদ্দারহাট চানমিয়া রোডে একটি বাসায় ওই ব্যবসায়ীকে আটকে রাখার অভিযোগ ওঠে। পরদিন সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী ব্যবসায়ী হলেন সত্যজিৎ রায়। চট্টগ্রাম নগরের হাজারী লেনে মিয়া শপিং কমপ্লেক্সে তাঁর একটি স্বর্ণের দোকান রয়েছে।
সত্যজিৎ আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী আমার দোকানের কাস্টমার ও পূর্ব পরিচিত। ঘটনার দিন তিনি কিছু স্বর্ণ কেনার বিষয়ে আলাপ করতে আমাকে তাঁর বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর তিনি আমাকে চা-নাশতাও খাওয়ান। এ সময় হঠাৎ বাইরে থেকে দুই-তিনজন যুবক বাসায় ঢোকে। তারা মোবাইলে আমার ছবি ও ভিডিও ধারণ করে। আমার ওপর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গালাগাল করে।’
সত্যজিৎ রায় আরও বলেন, ‘এ সময় মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে আমার গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় আমাকে ওই বাসায় আটকে রেখে হাজারী লেনে আমার এক বন্ধুর কাছে গিয়ে তারা ৫০ হাজার টাকা নেয়। সকালে আমাকে ছেড়ে দেয়। তাদের মধ্যে ইদ্রিস ও মোর্শেদ নামের দুজনের নাম জানতে পেরেছি।’
সত্যজিৎ বলেন, ‘সেখান থেকে ছাড়া পেয়ে আমি এ ঘটনায় অভিযোগ দায়ের করতে প্রথমে চান্দগাঁও থানায় যাই। পুলিশ আমাকে পাঁচলাইশ থানায় যাওয়ার জন্য বলে। পুলিশের কথা অনুযায়ী আমি পাঁচলাইশ থানায় মামলা করতে যাই। এ সময় পুলিশের দায়িত্বে থাকা এক কর্মকর্তা আমার অভিযোগ শুনে আসামি ধরার আগপর্যন্ত তাঁরা কোনো অভিযোগ নেবেন না বলে জানান। পুলিশ মামলা নিচ্ছে না, আবার আসামিদেরও ধরছে না।’
তবে এ বিষয়ে অপর পক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘নারীর সঙ্গে ওই ব্যবসায়ীর পূর্ব সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনাটি গুরুত্বসহ প্রাথমিক তদন্ত চালাচ্ছি। অনেক কিছু যাচাই-বাছাইয়ের বিষয় আছে। তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামে পরিচিত নারী ক্রেতার বাসায় যাওয়ার পর অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটকে রেখে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণের চেইন লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তিন দিন ধরে থানায় ঘুরলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ ওই ব্যবসায়ীর।
১৬ ডিসেম্বর রাতে নগরের বহদ্দারহাট চানমিয়া রোডে একটি বাসায় ওই ব্যবসায়ীকে আটকে রাখার অভিযোগ ওঠে। পরদিন সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী ব্যবসায়ী হলেন সত্যজিৎ রায়। চট্টগ্রাম নগরের হাজারী লেনে মিয়া শপিং কমপ্লেক্সে তাঁর একটি স্বর্ণের দোকান রয়েছে।
সত্যজিৎ আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী আমার দোকানের কাস্টমার ও পূর্ব পরিচিত। ঘটনার দিন তিনি কিছু স্বর্ণ কেনার বিষয়ে আলাপ করতে আমাকে তাঁর বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর তিনি আমাকে চা-নাশতাও খাওয়ান। এ সময় হঠাৎ বাইরে থেকে দুই-তিনজন যুবক বাসায় ঢোকে। তারা মোবাইলে আমার ছবি ও ভিডিও ধারণ করে। আমার ওপর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গালাগাল করে।’
সত্যজিৎ রায় আরও বলেন, ‘এ সময় মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে আমার গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় আমাকে ওই বাসায় আটকে রেখে হাজারী লেনে আমার এক বন্ধুর কাছে গিয়ে তারা ৫০ হাজার টাকা নেয়। সকালে আমাকে ছেড়ে দেয়। তাদের মধ্যে ইদ্রিস ও মোর্শেদ নামের দুজনের নাম জানতে পেরেছি।’
সত্যজিৎ বলেন, ‘সেখান থেকে ছাড়া পেয়ে আমি এ ঘটনায় অভিযোগ দায়ের করতে প্রথমে চান্দগাঁও থানায় যাই। পুলিশ আমাকে পাঁচলাইশ থানায় যাওয়ার জন্য বলে। পুলিশের কথা অনুযায়ী আমি পাঁচলাইশ থানায় মামলা করতে যাই। এ সময় পুলিশের দায়িত্বে থাকা এক কর্মকর্তা আমার অভিযোগ শুনে আসামি ধরার আগপর্যন্ত তাঁরা কোনো অভিযোগ নেবেন না বলে জানান। পুলিশ মামলা নিচ্ছে না, আবার আসামিদেরও ধরছে না।’
তবে এ বিষয়ে অপর পক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘নারীর সঙ্গে ওই ব্যবসায়ীর পূর্ব সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনাটি গুরুত্বসহ প্রাথমিক তদন্ত চালাচ্ছি। অনেক কিছু যাচাই-বাছাইয়ের বিষয় আছে। তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
২২ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
২৫ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৩৫ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে