কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার-ঢাকা রেলপথে ‘কক্সবাজার এক্সপ্রেসে’র সিংহভাগ টিকিট কালোবাজারে চলে যাচ্ছে—এমন খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন আদালত। গতকাল রোববার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা মামলাটি দায়ের করেন।
এতে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে কক্সবাজারের ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে বলা হয়েছে, একটি সিন্ডিকেট এসব টিকিট বাগিয়ে নেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন; যা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৯০ (১) (সি) ধারায় আমলে নেওয়ায় ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যার নজরে আসে। এটি ১৯৭৪ এর ২৫ ধারায় অপরাধ সংঘটিত হচ্ছে মর্মে সন্দেহ তৈরি হওয়ায় তদন্ত জরুরি।
কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে ট্রেনের টিকিট কোথায় যাচ্ছে? কোনো সিন্ডিকেটের কবলে কালোবাজারি হচ্ছে কি না? এ ঘটনায় কারা জড়িত এসব তদন্ত করতে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ রেলপথের উদ্বোধন করেন। পরে ১ ডিসেম্বর বাণিজ্যিকভাবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে একটি ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু ট্রেনটি চালুর পর অনলাইনে এক হাজারের ওপরে টিকিট এক থেকে দুই মিনিটের মাথায় বিক্রি হয়ে যায়।
যাত্রীদের অভিযোগ, টিকিট কালোবাজারে চলে যাওয়ায় স্বাভাবিক পন্থায় টিকিট মিলছে না। অতিরিক্ত দেড় থেকে ২০০ টাকা দিলেই মিলছে টিকিট।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, আদালতের আদেশের কপি এখনো হাতে পৌঁছেনি। মামলার কপি পেলেই যথাযথভাবে তদন্ত করবে র্যাব।
কক্সবাজার-ঢাকা রেলপথে ‘কক্সবাজার এক্সপ্রেসে’র সিংহভাগ টিকিট কালোবাজারে চলে যাচ্ছে—এমন খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন আদালত। গতকাল রোববার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা মামলাটি দায়ের করেন।
এতে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে কক্সবাজারের ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে বলা হয়েছে, একটি সিন্ডিকেট এসব টিকিট বাগিয়ে নেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন; যা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৯০ (১) (সি) ধারায় আমলে নেওয়ায় ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যার নজরে আসে। এটি ১৯৭৪ এর ২৫ ধারায় অপরাধ সংঘটিত হচ্ছে মর্মে সন্দেহ তৈরি হওয়ায় তদন্ত জরুরি।
কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে ট্রেনের টিকিট কোথায় যাচ্ছে? কোনো সিন্ডিকেটের কবলে কালোবাজারি হচ্ছে কি না? এ ঘটনায় কারা জড়িত এসব তদন্ত করতে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ রেলপথের উদ্বোধন করেন। পরে ১ ডিসেম্বর বাণিজ্যিকভাবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে একটি ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু ট্রেনটি চালুর পর অনলাইনে এক হাজারের ওপরে টিকিট এক থেকে দুই মিনিটের মাথায় বিক্রি হয়ে যায়।
যাত্রীদের অভিযোগ, টিকিট কালোবাজারে চলে যাওয়ায় স্বাভাবিক পন্থায় টিকিট মিলছে না। অতিরিক্ত দেড় থেকে ২০০ টাকা দিলেই মিলছে টিকিট।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, আদালতের আদেশের কপি এখনো হাতে পৌঁছেনি। মামলার কপি পেলেই যথাযথভাবে তদন্ত করবে র্যাব।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
২ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
২ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
২ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৫ ঘণ্টা আগে