পণ্য বিক্রিতে পলিথিন ব্যবহার করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ১০: ২১
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫৭

খাগড়াছড়ির রামগড়ে পণ্য বিক্রিতে পলিথিনের ব্যবহার ঠেকাতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা যায়, এলাকার বিভিন্ন দোকান ঘুরে পাটের ব্যাগের বদলে পলিথিন ব্যবহার করায় এ জরিমানা করা হয়। পাটজাত অধিদপ্তরের পরিচালনায় অভিযানে নেতৃত্ব দেন রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার। 

অভিযানে উপজেলার রামগড় বাজারের শান্তা রাইস এজেন্সিকে ১৫ হাজার টাকা, সোনাইপুল বাজারের মোমিনের চাল দোকানে ৯ হাজার ও রবিউলের চাল দোকান ৭ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত