ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে দুই দেবরসহ শ্বশুরবাড়ির লোকজনের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চর মথুরা ও চির্কা গ্রামবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে চর মথুরা ও চির্কা গ্রামের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলটি পার্শ্ববর্তী নয়ারহাট বাজার থেকে বের হয়ে ভাটিয়ালপুর চৌরাস্তা, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, উপজেলা সদর, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে মানববন্ধন করে। পরে থানা ঘেরাও করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা। নিহতের দুই দেবর ও শ্বশুর-শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে ফাতেমা বেগম, মিনু আক্তার, ফাবিয়া জাহান, রুবেল খানসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, আসমার লাশের গোসল করানোর সময় শরীরের স্পর্শকাতর কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অথচ বলা হয়েছিল তিনি গলায় ফাঁস দিয়েছেন। তাঁর শরীরের আঘাতের চিহ্ন নিশ্চিত করে তাঁকে যৌন ও শারীরিক নির্যাতন করে হত্যার পর লাশ আম গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়। আমরা অভিযুক্তদের ফাঁসি দাবি করছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের হানিফ রাঢ়ির ছেলে মাসুমের সঙ্গে চরমথুরা গ্রামের হাফেজ খানের মেয়ে আসমার প্রায় ৩ বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে ১৮ মাস বয়সী আয়ান নামের একটি ছেলে-সন্তান রয়েছে। জীবিকার তাগিদে মাসুম মালয়েশিয়াতে থাকলেও আসমা শ্বশুর-শাশুড়ি ও দুই দেবর সাইমন ও শাহীনের সঙ্গে স্বামীর বাড়িতে থাকতেন। গত ২ নভেম্বর রাতে আসমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আসমার লাশের সুরতহাল প্রতিবেদনের পর দাফন আগে গোসলের সময় শরীরের বিশেষ অঙ্গসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদনে শরীরে লালচে দাগের কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন থানায় অপমৃত্যুর মামলা করা হয়।
আসমার স্বামীর পরিবারের সদস্যদের বিভিন্ন আচরণ ও দুই দেবরের পালিয়ে যাওয়ার ঘটনাকে রহস্যময় হিসেবে দেখেন পরিবারের লোকজন। এতে বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী ও আসমার স্বজনেরা।
চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে দুই দেবরসহ শ্বশুরবাড়ির লোকজনের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চর মথুরা ও চির্কা গ্রামবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে চর মথুরা ও চির্কা গ্রামের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলটি পার্শ্ববর্তী নয়ারহাট বাজার থেকে বের হয়ে ভাটিয়ালপুর চৌরাস্তা, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, উপজেলা সদর, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে মানববন্ধন করে। পরে থানা ঘেরাও করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা। নিহতের দুই দেবর ও শ্বশুর-শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে ফাতেমা বেগম, মিনু আক্তার, ফাবিয়া জাহান, রুবেল খানসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, আসমার লাশের গোসল করানোর সময় শরীরের স্পর্শকাতর কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অথচ বলা হয়েছিল তিনি গলায় ফাঁস দিয়েছেন। তাঁর শরীরের আঘাতের চিহ্ন নিশ্চিত করে তাঁকে যৌন ও শারীরিক নির্যাতন করে হত্যার পর লাশ আম গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়। আমরা অভিযুক্তদের ফাঁসি দাবি করছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের হানিফ রাঢ়ির ছেলে মাসুমের সঙ্গে চরমথুরা গ্রামের হাফেজ খানের মেয়ে আসমার প্রায় ৩ বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে ১৮ মাস বয়সী আয়ান নামের একটি ছেলে-সন্তান রয়েছে। জীবিকার তাগিদে মাসুম মালয়েশিয়াতে থাকলেও আসমা শ্বশুর-শাশুড়ি ও দুই দেবর সাইমন ও শাহীনের সঙ্গে স্বামীর বাড়িতে থাকতেন। গত ২ নভেম্বর রাতে আসমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আসমার লাশের সুরতহাল প্রতিবেদনের পর দাফন আগে গোসলের সময় শরীরের বিশেষ অঙ্গসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদনে শরীরে লালচে দাগের কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন থানায় অপমৃত্যুর মামলা করা হয়।
আসমার স্বামীর পরিবারের সদস্যদের বিভিন্ন আচরণ ও দুই দেবরের পালিয়ে যাওয়ার ঘটনাকে রহস্যময় হিসেবে দেখেন পরিবারের লোকজন। এতে বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী ও আসমার স্বজনেরা।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় দিনব্যাপী পথনাটক ও পটগান প্রদর্শনী হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ হাদিস পার্কে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিস
১ ঘণ্টা আগেপাহাড়ে একাধিক সশস্ত্র সংগঠন গঠন করে দিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্দোলন থামিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলে ভালো ফল বয়ে আনবে না। দীর্ঘ ২৭ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক ধারাগুলোর যথাযথ বাস্তবায়ন হয়নি। ফলে পার্বত্য চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম সমস্যার যে রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধান আশা
১ ঘণ্টা আগেভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং রাজধানীর উত্তরায় এসব বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বিক্ষোভ মিছিল
২ ঘণ্টা আগেজুলাই–আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য কামরুল ইসলামকে আগামী বুধবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে