Ajker Patrika

পিস্তলসহ পালিয়ে গেলেন স্বামী, গুলিসহ আটক স্ত্রী ও ছোট ভাই

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৪০
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে গতকাল রোববার রাতে গুলি ও ইয়াবাসহ আটক দেবর-ভাবি। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে গতকাল রোববার রাতে গুলি ও ইয়াবাসহ আটক দেবর-ভাবি। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি ও গুলিসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁরা সম্পর্কে দেবর-ভাবি। তবে অভিযান টের পেয়ে পিস্তলসহ ওই নারীর স্বামী পালিয়ে গেছেন।

গতকাল রোববার রাতে উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে মো. সেলিম (২৩) এবং তাঁর ভাইয়ের স্ত্রী আসাম আক্তার (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম আজকের পত্রিকাকে বলেন, বালুখালী ৯ নম্বর ক্যাম্পের এক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার করা মাদকের মজুত রয়েছে–এমন খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে বিষয়টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন পুলিশের সংশ্লিষ্টদের জানিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।

দিদারুল আলম আরও বলেন, অভিযানের সময় সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে তিন-চার ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁদের মধ্য থেকে দুজনকে আটক করা সম্ভব হয়। পরে ঘরটি তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তলের ১০টি গুলি জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে মাদকের চালান এনে তাঁরা ক্যাম্পে মজুত রাখতেন। পরে সেখান থেকে কক্সবাজার শহরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাদকগুলো পাচার করে আসছিলেন। অভিযানকালে আটক আসমা আক্তারের স্বামী মো. জামাল বিদেশি পিস্তলসহ পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত