কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে রাজনীতি নিয়ে কথা-কাটাকাটির জেরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার ছেলে এবং স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ডের সহসভাপতি। এ ঘটনায় অভিযুক্ত অমিত ইকবাল কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাইছার হামিদ জানান, আজ দুপুরের দিকে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে রাস্তার পাশে তাস খেলছিলেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অমিত ও তাঁর বন্ধুরা। এ সময় বিএনপি নেতা রশিদ পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁকে উদ্দেশ করে বিএনপি রাজনীতি নিয়ে উসকানিমূলক মন্তব্য করেন অমিত। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল লাঠি দিয়ে রশিদকে আঘাত করেন। পরে দ্বিতীয় দফায় অমিত ও তাঁর ভাই কামরুল লোহার রড দিয়ে রশিদকে পিটিয়ে আহত করেন। গুরুতর অবস্থায় রশিদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নেয়। পরে চকরিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তাঁর ভাই কামরুলকে আটক করে মহেশখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।
কক্সবাজারের মহেশখালীতে রাজনীতি নিয়ে কথা-কাটাকাটির জেরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার ছেলে এবং স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ডের সহসভাপতি। এ ঘটনায় অভিযুক্ত অমিত ইকবাল কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাইছার হামিদ জানান, আজ দুপুরের দিকে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে রাস্তার পাশে তাস খেলছিলেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অমিত ও তাঁর বন্ধুরা। এ সময় বিএনপি নেতা রশিদ পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁকে উদ্দেশ করে বিএনপি রাজনীতি নিয়ে উসকানিমূলক মন্তব্য করেন অমিত। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল লাঠি দিয়ে রশিদকে আঘাত করেন। পরে দ্বিতীয় দফায় অমিত ও তাঁর ভাই কামরুল লোহার রড দিয়ে রশিদকে পিটিয়ে আহত করেন। গুরুতর অবস্থায় রশিদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নেয়। পরে চকরিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তাঁর ভাই কামরুলকে আটক করে মহেশখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
২ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
২ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৩ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৫ ঘণ্টা আগে