Ajker Patrika

বেতন বৃদ্ধির দাবিতে বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২১: ১০
বেতন বৃদ্ধির দাবিতে বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজা এলাকায় এ বিক্ষোভ করেন তাঁরা। 

শ্রমিক-কর্মচারীরা জানান, টানেলে ছয়টি সেকশনে কয়েক শ লোক কর্মরত আছেন। নিয়ম অনুযায়ী, বছর শেষে তাঁদের বেতন বৃদ্ধিতে বৈষম্য হয়। কারও বেতনের ৫ শতাংশ, আবার কারও ১০ শতাংশ বেতন বৃদ্ধি করে কর্তৃপক্ষ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তবে কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করছেন তাঁরা। 

পরে টানেলের পতেঙ্গা প্রান্তে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) অফিসে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শ্রমিক-কর্মচারীরা তাঁদের দাবি পেশ করেন। তবে বিক্ষোভ চলাকালে টানেলে গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। 

টানেলের ওয়ার্কশপ সেকশনের ম্যানেজার মঈনুল ইসলাম বলেন, ‘বেতন নিয়ে অসন্তোষের কারণে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করেন। পরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কর্মকর্তাদের সঙ্গে তাঁরা দেখা করে দাবি জানিয়েছেন। টানেলে এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত