Ajker Patrika

আমেরিকা থেকে এসে ৫৫ বছরের চেন্ডোরা বিয়ে করলেন ফেনীর জামশেদকে

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৪, ০০: ১১
আমেরিকা থেকে এসে ৫৫ বছরের চেন্ডোরা বিয়ে করলেন ফেনীর জামশেদকে

প্রেমের টানে আমেরিকান নারী চেন্ডোরা বক্স বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা জামশেদ আলম রাজুকে (২৫) বিয়ে করেছেন। তিনি আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা।

প্রায় পাঁচ বছর আগে ফেসবুকে তাঁদের পরিচয় হয়। পরে তা প্রেমে গড়ায়। একপর্যায়ে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। গত শনিবার রাতে বাংলাদেশে আসেন আমেরিকান ওই নারী। তাঁর ভাষ্যমতে, বয়স ৫৫ বছর হলেও এটিই তাঁর প্রথম বিয়ে। 

জামশেদ আলম রাজু ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের মফিজ চেয়ারম্যান বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। তিনি চাল ব্যবসায়ী। চার ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। 

আজ সোমবার শহরের একটি হোটেলে রাজুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চেন্ডোরা বক্স। এর আগে খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন লামিয়া। 

জামশেদ আলম রাজু জানান, প্রায় পাঁচ বছর আগে ফেসবুকে তাঁদের পরিচয় ও বন্ধুত্ব হয়। ধীরে ধীরে ভালো লাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। 

ফেনীর একটি হোটেলে জামশেদ ও চেন্ডোরার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবি: আজকের পত্রিকাতিনি বলেন, ‘চেন্ডোরা বক্স ভালোবেসে এখানে এসেছে। ভিন্ন পরিবেশে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিচ্ছে। খাবার নিয়ে একটু সমস্যা হচ্ছে। কিছু কিছু বাংলাও শিখেছে। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলছে। তার বয়স আমার চেয়ে বেশি জেনেও আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। এখন সুখী হতে চাই। সুখে-দুঃখে আমরা দুজন একসঙ্গে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি।’ 

নতুন জায়গায় এসে নতুন মানুষদের সঙ্গে বসবাসের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে চেন্ডোরা বক্স বলেন, ‘আমি ভালো আছি, আমার ভালো লাগছে। বাংলাদেশে আসার আগে কিছুটা শঙ্কা ছিল। এ দেশ সম্পর্কে অনেক খারাপ ধারণা ছিল। এখন দেখি, সেসব সত্য নয়। এ দেশ আমার ভালো লাগছে। রাজুর পরিবারের সদস্যদের আতিথেয়তায় আমি খুবই খুশি।’ 

রাজুর চাচা আজগর হোসেন বলেন, ‘আমরা পারিবারিকভাবে এ বিয়ে মেনে নিয়ে ওদের সংসার গুছিয়ে দিচ্ছি। তাদের দাম্পত্যজীবন সুখী হোক। ছেলেটি আমেরিকায় গিয়ে প্রতিষ্ঠিত হোক, আমরা এটাই চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত