ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২১। দরজায় কড়া নাড়ছে ২০২২। ২০২১ সালে বেশ কয়েকবার গণমাধ্যমে শিরোনাম হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। বেশির ভাগ ক্ষেত্রেই তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে আলোচনায় এসেছে জেলাটি। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার নাম।
বিশ্ব গণমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া
গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দু'দফা মারামারি হয়। ওই ঘটনায় চারজন আহত হন। এ ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায়।
গত ৯ জুলাই কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হয় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। যেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব প্রায় ১৫ হাজার কিলোমিটার। অথচ ওই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে থাকতে হয় সতর্ক অবস্থানে। জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করার পাশাপাশি ফাইনাল খেলার দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সংবাদ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
গরু রাখা নিয়ে মারামারি
গত ১৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুই পক্ষের মারামারিতে এক ব্যক্তি নিহত হন। কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগ্বিতণ্ডা হয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।
পারিবারিক বিরোধের জেরে খুন
গত ২০ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট দুই ভাইয়ের বল্লমের আঘাতে নিহত হন বড় ভাই। ছোট দুই ভাই সহেদ মিয়া ও আবদুল্লাহ মিয়া আজ ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে আসে। বড় ভাই আবদুর রহমানের সঙ্গে বসতভিটা নিয়ে মারামারি শুরু হয়। একপর্যায়ে আবদুর রহমানকে বল্লম দিয়ে আঘাত করেন সহেদ ও আবদুল্লাহ।
পানিপথে টেটা যুদ্ধ
গত ২১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এবং ফতেপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নৌকা থেকে একে অপরের দিকে বর্শা, বল্লম ও ঢিল ছোড়েন। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।
‘ঘরজামাই’ ডাকা নিয়ে সংঘর্ষ
গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন।
জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানে মেয়ের জামাই খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ বলে ডাকেন। এই নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে খুরশিদকে মারধর করেন সোহাগ মিয়া। পরে বাজারের সালিস বৈঠকে সোহাগ ও খুরশিদ মিয়াকে মিলিয়ে দেওয়া হয়। পরে দুই গ্রুপ এলাকায় গিয়ে মারামারিতে জড়ায়।
ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ
গত ৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ফেসবুকের এক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষ
গত ৮ ও ৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুণ্ডা ইউনিয়নে চুলার ধোঁয়া নিয়ে দু'দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হন।
গত ৮ সেপ্টেম্বর রাতে রুপালী বেগম চুলায় রান্না করছিল। সে সময় চুলার ধোঁয়া যেন পার্শ্ববর্তী বাবর আলীর বাড়িতে না যায় সে বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। পরের দিন ৯ সেপ্টেম্বর সকালে রুপালীর বাবার বাড়িতেও অতর্কিত হামলা করা হয়। এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সমর্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
কিশোর গ্যাংয়ের সংঘর্ষ
গত ৩১ অক্টোবর স্থানীয় বড় ভাইদের ছত্রচ্ছায়া আর আধিপত্য বিস্তার নিয়ে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সকাল ৯টার দিকে রুপালীর বাবার বাড়িতেও অতর্কিত হামলা করেন বাবর আলীর লোকজন। এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সমর্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দরুদ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ
গত ৩ ডিসেম্বর মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মাইকে দরুদ শরিফ পাঠ করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। আহেলাতুল সুন্নাতুল জামাত (সুন্নি) ও হেফাজতে ইসলাম (ওয়াহাবি) পন্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় আহত হন ১০ জন।
পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবি পন্থী সোহেল, জুম্মার নামাজের আজানের আগে মুয়াজ্জিনকে দরুদ শরিফ পাঠ করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে মারামারি শুরু হয়।
নবীনগরে জোড়া খুন
গত ১৭ ডিসেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী এরশাদুল হক ও তাকে বহনকারী মোটরসাইকেলচালক বাদল সরকারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় অপর ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন নিহতের ভাই মো. আখতারুজ্জামান।
পুলিশ ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম রাব্বিসহ ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশ ও আদালতের কাছে হত্যার ঘটনা স্বীকার করে বিস্তারিত জবানবন্দি দেন রাব্বি।
জানা গেছে, টাকা নিয়ে আপস না করার জেরে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে।
তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ ছাড়াও আরও বেশ কিছু ঘটনা আলোচনায় ছিল। এর মধ্যে উল্লেখ্যযোগ্য, হেফাজতের ভাঙচুর ও বিজয়নগরে নৌকাডুবি।
হেফাজতের ভাঙচুর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ভাঙচুর চালায় হেফাজত। সরকারি-বেসরকারি অন্তত ৫৮ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হেফাজতে হামলায় স্টেশনের সিগন্যাল সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যায়। গত ২৭ মার্চ থেকে এই স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ থাকার পর স্টেশনটি নতুন করে মেরামত শেষে গত ১৪ নভেম্বর থেকে পুরোপুরি সচল হয়।
বিজয়নগরে নৌকাডুবি
গত ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে শতাধিক যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি বালুবোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ২৩ জন।
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২১। দরজায় কড়া নাড়ছে ২০২২। ২০২১ সালে বেশ কয়েকবার গণমাধ্যমে শিরোনাম হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। বেশির ভাগ ক্ষেত্রেই তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে আলোচনায় এসেছে জেলাটি। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার নাম।
বিশ্ব গণমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া
গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দু'দফা মারামারি হয়। ওই ঘটনায় চারজন আহত হন। এ ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায়।
গত ৯ জুলাই কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হয় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। যেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব প্রায় ১৫ হাজার কিলোমিটার। অথচ ওই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে থাকতে হয় সতর্ক অবস্থানে। জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করার পাশাপাশি ফাইনাল খেলার দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সংবাদ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
গরু রাখা নিয়ে মারামারি
গত ১৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুই পক্ষের মারামারিতে এক ব্যক্তি নিহত হন। কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগ্বিতণ্ডা হয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।
পারিবারিক বিরোধের জেরে খুন
গত ২০ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট দুই ভাইয়ের বল্লমের আঘাতে নিহত হন বড় ভাই। ছোট দুই ভাই সহেদ মিয়া ও আবদুল্লাহ মিয়া আজ ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে আসে। বড় ভাই আবদুর রহমানের সঙ্গে বসতভিটা নিয়ে মারামারি শুরু হয়। একপর্যায়ে আবদুর রহমানকে বল্লম দিয়ে আঘাত করেন সহেদ ও আবদুল্লাহ।
পানিপথে টেটা যুদ্ধ
গত ২১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এবং ফতেপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নৌকা থেকে একে অপরের দিকে বর্শা, বল্লম ও ঢিল ছোড়েন। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।
‘ঘরজামাই’ ডাকা নিয়ে সংঘর্ষ
গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন।
জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানে মেয়ের জামাই খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ বলে ডাকেন। এই নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে খুরশিদকে মারধর করেন সোহাগ মিয়া। পরে বাজারের সালিস বৈঠকে সোহাগ ও খুরশিদ মিয়াকে মিলিয়ে দেওয়া হয়। পরে দুই গ্রুপ এলাকায় গিয়ে মারামারিতে জড়ায়।
ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ
গত ৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ফেসবুকের এক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষ
গত ৮ ও ৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুণ্ডা ইউনিয়নে চুলার ধোঁয়া নিয়ে দু'দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হন।
গত ৮ সেপ্টেম্বর রাতে রুপালী বেগম চুলায় রান্না করছিল। সে সময় চুলার ধোঁয়া যেন পার্শ্ববর্তী বাবর আলীর বাড়িতে না যায় সে বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। পরের দিন ৯ সেপ্টেম্বর সকালে রুপালীর বাবার বাড়িতেও অতর্কিত হামলা করা হয়। এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সমর্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
কিশোর গ্যাংয়ের সংঘর্ষ
গত ৩১ অক্টোবর স্থানীয় বড় ভাইদের ছত্রচ্ছায়া আর আধিপত্য বিস্তার নিয়ে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সকাল ৯টার দিকে রুপালীর বাবার বাড়িতেও অতর্কিত হামলা করেন বাবর আলীর লোকজন। এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সমর্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দরুদ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ
গত ৩ ডিসেম্বর মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মাইকে দরুদ শরিফ পাঠ করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। আহেলাতুল সুন্নাতুল জামাত (সুন্নি) ও হেফাজতে ইসলাম (ওয়াহাবি) পন্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় আহত হন ১০ জন।
পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবি পন্থী সোহেল, জুম্মার নামাজের আজানের আগে মুয়াজ্জিনকে দরুদ শরিফ পাঠ করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে মারামারি শুরু হয়।
নবীনগরে জোড়া খুন
গত ১৭ ডিসেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী এরশাদুল হক ও তাকে বহনকারী মোটরসাইকেলচালক বাদল সরকারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় অপর ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন নিহতের ভাই মো. আখতারুজ্জামান।
পুলিশ ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম রাব্বিসহ ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশ ও আদালতের কাছে হত্যার ঘটনা স্বীকার করে বিস্তারিত জবানবন্দি দেন রাব্বি।
জানা গেছে, টাকা নিয়ে আপস না করার জেরে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে।
তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ ছাড়াও আরও বেশ কিছু ঘটনা আলোচনায় ছিল। এর মধ্যে উল্লেখ্যযোগ্য, হেফাজতের ভাঙচুর ও বিজয়নগরে নৌকাডুবি।
হেফাজতের ভাঙচুর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ভাঙচুর চালায় হেফাজত। সরকারি-বেসরকারি অন্তত ৫৮ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হেফাজতে হামলায় স্টেশনের সিগন্যাল সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যায়। গত ২৭ মার্চ থেকে এই স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ থাকার পর স্টেশনটি নতুন করে মেরামত শেষে গত ১৪ নভেম্বর থেকে পুরোপুরি সচল হয়।
বিজয়নগরে নৌকাডুবি
গত ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে শতাধিক যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি বালুবোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ২৩ জন।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
১ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে