নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঘূর্ণিঝড় মোখার পরিপ্রেক্ষিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ইমারজেন্সি সেল গঠন করেছে রেলওয়ে। এই সেলের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখবেন। কোথাও কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখবেন তাঁরা।
সেল গঠনের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বিভাগে তিনটি ইমারজেন্সি সেল সার্বক্ষণিক কার্যক্রম চালাবে। তারা পর্যবেক্ষণ করে কোনো রুটে সমস্যার আশঙ্কা থাকলে ওই রুটে অপারেশন বন্ধ রাখবে।’
আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, আগামীকাল রোববার ভোরের দিকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের চেয়ে এর প্রভাব বেশি থাকার আশঙ্কা রয়েছে। এই কারণে ইতিমধ্যে সব বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্দরের অপারেশন কার্যক্রমও বন্ধ।
চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে আট নম্বর মহা বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর মোংলা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কক্সবাজার এবং এর কাছাকাছি দ্বীপ ও চরে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং এর কাছের দ্বীপ ও চরগুলো আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে আবহাওয়া কার্যালয় জানায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রোববার ঘূর্ণিঝড় আঘাত হানলেও চট্টগ্রাম থেকে সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে যাবে। তবে আমাদের কন্ট্রোল রুম সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। চালকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।’
ঘূর্ণিঝড় মোখার পরিপ্রেক্ষিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ইমারজেন্সি সেল গঠন করেছে রেলওয়ে। এই সেলের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখবেন। কোথাও কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখবেন তাঁরা।
সেল গঠনের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বিভাগে তিনটি ইমারজেন্সি সেল সার্বক্ষণিক কার্যক্রম চালাবে। তারা পর্যবেক্ষণ করে কোনো রুটে সমস্যার আশঙ্কা থাকলে ওই রুটে অপারেশন বন্ধ রাখবে।’
আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, আগামীকাল রোববার ভোরের দিকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের চেয়ে এর প্রভাব বেশি থাকার আশঙ্কা রয়েছে। এই কারণে ইতিমধ্যে সব বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্দরের অপারেশন কার্যক্রমও বন্ধ।
চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে আট নম্বর মহা বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর মোংলা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কক্সবাজার এবং এর কাছাকাছি দ্বীপ ও চরে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং এর কাছের দ্বীপ ও চরগুলো আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে আবহাওয়া কার্যালয় জানায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রোববার ঘূর্ণিঝড় আঘাত হানলেও চট্টগ্রাম থেকে সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে যাবে। তবে আমাদের কন্ট্রোল রুম সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। চালকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে