স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৫: ৫৬
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৬: ০৯

রাঙামাটিতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম ইসমাইল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. ইব্রাহীম (৪৩)। তাঁর বাড়ি লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে উত্তর ইয়ারেং ছড়িতে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১১ সালের ১৫ জুন মো. ইব্রাহীম ১৩ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। ওই সময় শিশুর চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে আসলে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে ফেলা হয়।

এ ঘটনায় ছাত্রীর বাবা লংগদু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেন। এই মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ড ছাড়াও শিশুটির পরিবারকে ৯০ দিনের মধ্যে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি এবং এই রায়ের মাধ্যমে সমাজে এ ধরনের অপরাধ কমে আসবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত