নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে নগর জামায়াত। আজ রোববার সকালে ঝুম বৃষ্টি উপেক্ষা করে নগরের মুরাদপুরে এই বিক্ষোভ মিছিল করা হয়।
নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে মিছিলে জামায়াত-শিবিরের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ আটক সব নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারা দেশে সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার না দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা এক মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে এই কথা বলা হয়।
ভিডিওতে দেখা যায়, সামনের কাতারে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সবার হাতে হাতে ছাতা দেখা গেছে। এ বিষয়ে জামায়াতের কোনো নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নগর জামায়াতের একাধিক নেতাকে ফোন দিলেও রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রামে গত দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। রাতের একটি মোবাইল টিমের গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে। সেই সুযোগে আজ সকালে তারা (জামায়াত) সম্ভবত তিন-চার মিনিটের একটা মিছিল করেছে। ২ নম্বর গেটে থাকা মোবাইল টিম সেখানে যেতে যেতেই জামায়াত মিছিল শেষ করে চলে গেছে।
ওসি নাজিম উদ্দিন আরও বলেন, ‘জামায়াত নেতারা মিছিলটি কয়টার দিকে করেছে তা সিসিটিভি ফুটেজ চেক করলে বোঝা যাবে। আমরা ভেরিফাই করতে পাঠিয়েছি। তবে ধারণা করছি, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে হতে পারে।
এর আগে গত ৩০ জুলাই চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতারা। শহরের বাইরে সেটি জামায়াতের প্রথম কর্মসূচি ছিল। তারও দুই দিন আগে অর্থাৎ ২৮ জুলাই শুক্রবার জুমার নামাজের পর নগরের বাদামতল থেকে মিছিলসহ চৌমুহনী গিয়ে বাধার মুখে পুলিশের ওপর হামলা চালায় জামায়াতের নেতা-কর্মীরা। এতে পুলিশের একজন এএসপিসহ তিনজন গুরুতর আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িও।
চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে নগর জামায়াত। আজ রোববার সকালে ঝুম বৃষ্টি উপেক্ষা করে নগরের মুরাদপুরে এই বিক্ষোভ মিছিল করা হয়।
নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে মিছিলে জামায়াত-শিবিরের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ আটক সব নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারা দেশে সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার না দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা এক মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে এই কথা বলা হয়।
ভিডিওতে দেখা যায়, সামনের কাতারে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সবার হাতে হাতে ছাতা দেখা গেছে। এ বিষয়ে জামায়াতের কোনো নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নগর জামায়াতের একাধিক নেতাকে ফোন দিলেও রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রামে গত দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। রাতের একটি মোবাইল টিমের গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে। সেই সুযোগে আজ সকালে তারা (জামায়াত) সম্ভবত তিন-চার মিনিটের একটা মিছিল করেছে। ২ নম্বর গেটে থাকা মোবাইল টিম সেখানে যেতে যেতেই জামায়াত মিছিল শেষ করে চলে গেছে।
ওসি নাজিম উদ্দিন আরও বলেন, ‘জামায়াত নেতারা মিছিলটি কয়টার দিকে করেছে তা সিসিটিভি ফুটেজ চেক করলে বোঝা যাবে। আমরা ভেরিফাই করতে পাঠিয়েছি। তবে ধারণা করছি, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে হতে পারে।
এর আগে গত ৩০ জুলাই চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতারা। শহরের বাইরে সেটি জামায়াতের প্রথম কর্মসূচি ছিল। তারও দুই দিন আগে অর্থাৎ ২৮ জুলাই শুক্রবার জুমার নামাজের পর নগরের বাদামতল থেকে মিছিলসহ চৌমুহনী গিয়ে বাধার মুখে পুলিশের ওপর হামলা চালায় জামায়াতের নেতা-কর্মীরা। এতে পুলিশের একজন এএসপিসহ তিনজন গুরুতর আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িও।
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর বাসা থেকে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান চলছে...
৩ মিনিট আগেরেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।
১৫ মিনিট আগেখাদিজা বেগম আরও বলেন, ‘চাঁদাবাজি করার জন্যই আমাকে না জানিয়ে কৌশলে আক্তার হোসেন মামলার বাদী হয়েছেন। রিপন হত্যার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না। কারণ আমার স্বামী মারা গেছেন ঢাকার উত্তরায়। মামলা করার আগেই আক্তার হোসেন মামলার ভয় দেখিয়ে দুই শতাধিক নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন।
৩৮ মিনিট আগেপ্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।
১ ঘণ্টা আগে