জমির উদ্দিন, চট্টগ্রাম
রাতে পড়াশোনা করে বইগুলো গুছিয়ে রেখেছিল নাসিমা আক্তার। সকালে উঠে সেই বইগুলোতে চোখ বোলানোর কথা ছিল। কিন্তু ভোরে আগুন আগুন চিৎকারে ঘুম ভাঙে তার। দ্রুত বাসা থেকে বের হতে হয়। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।
সদরঘাট থানার মাদারবাড়ী এলাকার পানির ট্যাংক রেলস্টেশনের পাশের বস্তি। আজ শনিবার ভোর ৪টা ২০ মিনিটে আগুনে ৩৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেখানে নাসিমা আক্তারদের ঘরও ছিল।
আগুন নিভে গেলে শনিবার সকাল ১০টায় নাসিমা আক্তার পোড়া স্তূপে বই খুঁজছিল। তার মা ঝর্ণা আক্তার তাকে সাহায্য করছিলেন। নাসিমা পশ্চিম মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
নাসিমা জানায়, আগের দিন মাগরিবের পর অনেকক্ষণ পড়াশোনা করেছে। ঘুমানোর আগে বইগুলোও গুছিয়ে রেখেছিল। আজকে সকালে স্কুলে যাওয়ার আগে রাতের পড়া চোখ বোলানোর কথা থাকলেও আগুন সেটি হতে দিল না।
নাসিমার মা ঝর্ণা আক্তার আজকের পত্রিকাকে বলেন, সব শেষ হয়ে গেল। বিয়ের কিছু স্বর্ণ ছিল সেগুলোও পুড়ে গেছে। যে সিন্দুকে রেখেছি ওইটিও পুড়ে ছাই হয়ে গেছে।
ঝর্ণা আক্তার জানান, তাঁরা ৩০ বছর ধরে এখানে থাকছেন। তাঁর তিন মেয়ে ও তিন ছেলে। বাসা পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। এখন পর্যন্ত কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।
ঝর্ণা আক্তারদের পাশের ঘরে থাকতেন ষাটোর্ধ্ব নুরজাহান ও তাঁর স্বামী আবুল কালাম। তাঁরা ৪০ বছর ধরে এই বস্তিতে থেকে আসছিলেন। তাঁদের দুটি কক্ষও একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ভোর থেকে আগুনের সঙ্গে যুদ্ধ করে এখনো না খেয়ে আছেন। কারণ, ঘরের সঙ্গে জমানো টাকাপয়সাও পুড়ে গেছে।
নুরজাহান আজকের পত্রিকাকে বলেন, পানি খাওয়ার জন্য পানির পাত্রটাও নেই। শীতের সময় কোথায় যাব, কোথায় ঘুমাব আল্লাহই জানে।
কীভাবে আগুন লাগল প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। মানুষের ঘরে ঘুরে কাজ করে খাই। কেউ দিনমজুরি করে দিনে এনে দিনে খায়। কেউ আগুন লাগাই দিলে আল্লাহ বিচার করুক।’
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, তিনটি সারিতে ২২ জন মালিকের বস্তিগুলো ছিল। ছোট ছোট এক কক্ষবিশিষ্ট ৩৩টি ঘরে এই আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
রাতে পড়াশোনা করে বইগুলো গুছিয়ে রেখেছিল নাসিমা আক্তার। সকালে উঠে সেই বইগুলোতে চোখ বোলানোর কথা ছিল। কিন্তু ভোরে আগুন আগুন চিৎকারে ঘুম ভাঙে তার। দ্রুত বাসা থেকে বের হতে হয়। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।
সদরঘাট থানার মাদারবাড়ী এলাকার পানির ট্যাংক রেলস্টেশনের পাশের বস্তি। আজ শনিবার ভোর ৪টা ২০ মিনিটে আগুনে ৩৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেখানে নাসিমা আক্তারদের ঘরও ছিল।
আগুন নিভে গেলে শনিবার সকাল ১০টায় নাসিমা আক্তার পোড়া স্তূপে বই খুঁজছিল। তার মা ঝর্ণা আক্তার তাকে সাহায্য করছিলেন। নাসিমা পশ্চিম মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
নাসিমা জানায়, আগের দিন মাগরিবের পর অনেকক্ষণ পড়াশোনা করেছে। ঘুমানোর আগে বইগুলোও গুছিয়ে রেখেছিল। আজকে সকালে স্কুলে যাওয়ার আগে রাতের পড়া চোখ বোলানোর কথা থাকলেও আগুন সেটি হতে দিল না।
নাসিমার মা ঝর্ণা আক্তার আজকের পত্রিকাকে বলেন, সব শেষ হয়ে গেল। বিয়ের কিছু স্বর্ণ ছিল সেগুলোও পুড়ে গেছে। যে সিন্দুকে রেখেছি ওইটিও পুড়ে ছাই হয়ে গেছে।
ঝর্ণা আক্তার জানান, তাঁরা ৩০ বছর ধরে এখানে থাকছেন। তাঁর তিন মেয়ে ও তিন ছেলে। বাসা পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। এখন পর্যন্ত কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।
ঝর্ণা আক্তারদের পাশের ঘরে থাকতেন ষাটোর্ধ্ব নুরজাহান ও তাঁর স্বামী আবুল কালাম। তাঁরা ৪০ বছর ধরে এই বস্তিতে থেকে আসছিলেন। তাঁদের দুটি কক্ষও একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ভোর থেকে আগুনের সঙ্গে যুদ্ধ করে এখনো না খেয়ে আছেন। কারণ, ঘরের সঙ্গে জমানো টাকাপয়সাও পুড়ে গেছে।
নুরজাহান আজকের পত্রিকাকে বলেন, পানি খাওয়ার জন্য পানির পাত্রটাও নেই। শীতের সময় কোথায় যাব, কোথায় ঘুমাব আল্লাহই জানে।
কীভাবে আগুন লাগল প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। মানুষের ঘরে ঘুরে কাজ করে খাই। কেউ দিনমজুরি করে দিনে এনে দিনে খায়। কেউ আগুন লাগাই দিলে আল্লাহ বিচার করুক।’
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, তিনটি সারিতে ২২ জন মালিকের বস্তিগুলো ছিল। ছোট ছোট এক কক্ষবিশিষ্ট ৩৩টি ঘরে এই আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৫ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৭ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৮ ঘণ্টা আগে