Ajker Patrika

রাঙামাটিতে কারফিউ নেই, শহরে বসে সবজির হাট

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৫: ২৬
রাঙামাটিতে কারফিউ নেই, শহরে বসে সবজির হাট

কারফিউ না থাকায় রাঙামাটিতে মানুষের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আজ বুধবার জেলা শহরের বিভিন্ন স্থানে বসে সবজির হাট। তবে, হাটে ক্রেতাদের উপস্থিতি কম ছিল। 

সরেজমিনে জানা গেছে, আজ শহরের কল্যাণপুর, কলেজ গেট, বনরুপা, তবলছড়ি, রিজার্ভ বাজারে বসে হাট। এদিন জুমে চাষ করা সবজি নিয়ে বসেন জুমিয়ারা। তবে এসব বাজারে ক্রেতা তুলনামূলক কম দেখা গেছে। এ জন্য সকালের বৃষ্টিকে দায়ী করেন ক্রেতা-বিক্রেতারা। 

শহরের বিভিন্ন বাজারে সবজির দাম সহনীয় থাকলেও মরিচের দাম ছিল বেশি। জুমের মরিচ বিক্রি হয় ৫০০ টাকা কেজি দরে। দেশি মরিচ কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। বাঁশ-কোড়ল বিক্রি হয় আবরণসহ কেজিতে ৩০ টাকা। আবরণ ছাড়া কেজিতে ৫০-৬০ টাকা। জুমের শসা বিক্রি হয়েছে কেজিতে ৬০-৭০ টাকা, মারফাও একই দামে বিক্রি হয়। 

গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের জরুরি সভায় রাঙামাটিতে কারফিউ শিথিল করার সিদ্ধান্ত হয়। এরপর থেকে জেলার মানুষের কার্যক্রম স্বাভাবিক হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক। এখানে কোনো অস্থিরতা ও সহিংসতা হয়নি। প্রয়োজন হলে কারফিউ বিষয়টি নিয়ে ভাবা হবে। আপাতত কারফিউ দেওয়ার পরিবেশ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত