Ajker Patrika

নানা সমস্যায় জর্জরিত চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরী 

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৫: ২৬
নানা সমস্যায় জর্জরিত চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরী 

নানা সমস্যায় জর্জরিত কুমিল্লার চৌদ্দগ্রামের বিসিক শিল্পনগরী। শিল্প কর্মকর্তার পদটি শূন্য রয়েছে দীর্ঘ ১০ বছর ধরে। নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা, যার কারণে বর্ষাকালে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সীমানাপ্রাচীর না থাকায় কারখানাগুলোতে চুরি-ডাকাতি এখন নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা হলেই বসে মাদকের আড্ডা। ৮৫টি প্লটের মধ্যে ৩৭টি বন্ধ রয়েছে। মালিক সমিতির অভিযোগ, কর্মকর্তাদের অবহেলার কারণে অর্থনীতির সম্ভাবনাময় এই শিল্পনগরী নিজেই রুগ্‌ণ শিল্পে পরিণত হয়েছে।

বিসিক শিল্পনগরী সূত্রে জানা গেছে, দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থানে ১৯৮৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কাজী জাফর আহম্মেদ ১১.০৩ একর জায়গার ওপর দেশের বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্পনগরীটি স্থাপন করেন। ৮৫টি প্লট নিয়ে এই শিল্পনগরী গড়ে ওঠে। ১৯৯০ সালে সরকার পরিবর্তন হওয়ার পরে শিল্পনগরীটি সমস্যায় পড়ে।

সীমানাপ্রাচীর না থাকায় এই নগরীতে চুরি-ডাকাতি নিত্যদিনের ঘটনা। দীর্ঘ ১০ বছর ধরে শিল্প কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। সাতটি পদের মধ্যে কম্পিউটার অপারেটর, পিয়ন, ঝাড়ুদারসহ চারটি পদ শূন্য। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে রয়েছেন কুমিল্লা শিল্পনগরীর প্রশাসন কর্মকর্তা মো. শামছুল আলম।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, শিল্প প্লটের বিভিন্ন সড়ক খানাখন্দে ভরা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে জলাবদ্ধতা হয় বলে অভিযোগ করেছেন হিসাব কর্মকর্তা এরশাদ আলম।

এরশাদ আলম বলেন, কর্মকর্তার পদটি শূন্য থাকায় সব কাজ আমাকে একাই করতে হয়। সাতটি পদের মধ্যে চারটিই শূন্য। শিল্প কর্মকর্তাসহ সব পদে লোকায়ান থাকলে সম্ভাবনাময় এই শিল্পনগীরি দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। সীমানাপ্রাচীর না থাকায় চুরি-ডাকাতি এখন নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা হলেই বসে মাদকের আড্ডা।

বিসিক মালিক সমিতির সহসভাপতি নূর হোসেন বলেন, সীমানাপ্রাচীর না থাকায় এই শিল্পনগরীতে প্রতিদিন চুরি-ডাকাতি হচ্ছে। বৃষ্টি হলেই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় হাঁটু পরিমাণ জমে থাকে। এতে করে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। কর্মকর্তার সংকটের কারণে প্রশাসনিক কার্যক্রমে অচালবস্থা সৃষ্টি হয়েছে। বর্তমানে এই শিল্পনগরীতে একটি ওষুধ কারখানা, রাইস মিল, বেকারি, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কারখানা রয়েছে।

মুঠোফোনে ভারপ্রাপ্ত শিল্পনগরী কর্মকর্তা মো. শামছুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বয়স হয়ে গেছে। চাকরির মেয়াদ আছে আর এক বছর। শরীরে সায় না দেওয়ায় চৌদ্দগ্রামে যাওয়া হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত