বদলে যাচ্ছে চমেবি, ১ হাজার ৮৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ০৫
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ২৩

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) ১ হাজার ৮৫১ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই বিল অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে চট্টগ্রামে মেডিকেলে বৈপ্লবিক পরিবর্তন হবে।

অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে রয়েছে ১৫ তলা হাসপাতাল ভবন একটি, প্রশাসনিক ভবন একটি, একাডেমিক ভবন এবং ডিনস অফিস একটি, কেন্দ্রীয় লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, টিএসসি, প্রার্থনা কক্ষ, কনভেনশন হল এবং টিচার্স ক্লাব/লাউঞ্জ একটি, বিআইটিআইডি হাসপাতাল ভবনের পাঁচতলা থেকে ১০ তলা ঊর্ধ্বমুখী ছয়টি ফ্লোর সম্প্রসারণ।

এ ছাড়া দ্বিতল ভিসি বাংলো একটি, ১৫ তলা সহ-উপাচার্য, ট্রেজারার, ডক্টরস এবং অফিসার্স কোয়ার্টার একটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী হোস্টেল, আইএইচটি শিক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেল ও নার্সেস ডরমিটরি, যার সব কটি ১৫ তলা ভবন।

প্রস্তাবিত প্রকল্পের নকশা।৮০০ বেডের হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকদের পোস্টগ্র্যাজুয়েট কোর্স চালুর লক্ষ্যে ১০ ফ্যাকাল্টিসহ ৬৯টি চিকিৎসা বিভাগও থাকবে।

প্রকল্প অনুমোদন সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। বঙ্গবন্ধুকন্যার আন্তরিকতায় বৃহত্তম চট্টগ্রামবাসী দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ বাস্তবের দিকে এগিয়ে গেল।’

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়নের উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে চমেবি বদলে যাবে। শিগগিরই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। পরবর্তী  সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এর কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করছি, খুব দ্রুতই এর সুফল চট্টগ্রামবাসী গ্রহণ করতে পারবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত