Ajker Patrika

কুবিতে গাছে পেরেক ঠুকে তারুণ্য উৎসবের প্রচারণা ব্যানার

কুবি প্রতিনিধি 
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৫৬
তারুণ্যের উৎসব ব্যানারে লাগানো হয়েছে পেরেক। ছবি: আজকের পত্রিকা
তারুণ্যের উৎসব ব্যানারে লাগানো হয়েছে পেরেক। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫। উৎসব সামনে রেখে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব প্রচারণায় গাছে পেরেক মেরে বিভিন্ন পোস্টার, ব্যানার লাগাতে দেখা গেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছে পেরেক মারা পোস্টার দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মুক্তমঞ্চে যাওয়ার রাস্তায় দুপাশে থাকা গাছে ব্যানার লাগানো হয়েছে। প্রতিটি ব্যানারই পেরেকের সাহায্যে গাছে লাগানো হয়েছে। মুক্তমঞ্চ পার হয়ে শিক্ষকদের ডরমিটরি ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ওঠার রাস্তার আগে পর্যন্ত একই অবস্থা দেখা যায়।

এদিকে গাছে পেরেক মেরে সাইনবোর্ড না লাগাতে ২০০২ সালের ৭ জুলাই জাতীয় সংসদে আইন পাস হয়। কিন্তু বাস্তবে সে আইন কার্যকর হয়নি। সিটি করপোরেশন আইনে ১৯৯০ এর ৯২ ধারার ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী যত্রতত্র পোস্টার-ব্যানারসহ প্রচারপত্র সেঁটে দেওয়া এবং গাছে সাইনবোর্ড লাগানো দণ্ডনীয় অপরাধ। এই আইনের আওতায় ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধানও আছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কিত সংগঠন অভয়ারণ্য কুবির সভাপতি তামিম মিয়া এ বিষয়ে বলেন, ‘গাছে পেরেক মারলে সেখানে মরিচার সৃষ্টি হয়। এর ফলে গাছের বৃদ্ধি কমে যায় এবং ঝড়-বৃষ্টিতে সহজেই গাছ ভেঙে পড়ে। এটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।’

তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে এক সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "গাছ সুরক্ষায় নতুন আইন তৈরি করা হচ্ছে। এই আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বিশেষ বিধান রাখা হবে।” পরিবেশ নিয়ে এত চিন্তাভাবনা করেও বিশ্ববিদ্যালয়ে মতো এ রকম একটা জ্ঞানের জায়গায় যদি আমরাই গাছ নষ্ট করি, তাহলে এটা আমাদের ব্যর্থতা।’

এ বিষয় তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজক কমিটির সদস্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘আমি বিষয়টি জানতাম না। এখনই বলে দিচ্ছি যেন এগুলো সরিয়ে ফেলা হয়। এর দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের কেউ ছিল না, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বলে দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত