চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলের বাজারগুলোতে গত ১৫ দিন ধরে হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। একই সঙ্গে নিত্যপণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের ক্রেতারা। এতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দাম নিয়ে মনকষাকষি শুরু হয়েছে।
সরেজমিন কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, মাছের সরবরাহ কম থাকায় ক্রেতারা ব্রয়লার মুরগির দিকে ঝুঁকছে বেশি। এতে গত ১৫ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১২০ টাকা থেকে বেড়ে ১৭০ টাকা হয়েছে। শুধু তাই নয়, খোলা আটা ৩০ থেকে বেড়ে ৩৫ টাকা, সয়াবিন তেল ১৩০ থেকে বেড়ে ১৭০ টাকা, চিনি ৮০ থেকে বেড়ে ১০০ টাকা, মসুর ডাল মোটা ৮০ থেকে বেড়ে ১০০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। এতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বিপাকে পড়ছেন।
এ বিষয়ে নিম্ন আয়ের কয়েকজন বলেন, খুব কষ্টে আছি। আয়ের চেয়ে পণ্যের দাম অনেক বেশি।
দিনমজুর আনোয়ার হোসেন বলেন, `দুই দিন ধরে বাড়িতে বাজার নিতে পারি না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়।'
দশঘরিয়া বাজারে ব্রয়লার মুরগির ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, মুরগির খাদ্য ৫০ কেজির বস্তা ২ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৮০০ টাকা হয়েছে। তাই মুরগির দামও বৃদ্ধি পেয়েছে।
মুদি ব্যবসায়ী মো. ফারুক হোসেন বলেন, পণ্যের দাম কিছুটা বেড়েছে। দাম আরও বাড়তে পারে সেই ভয়ে মানুষ অতিরিক্ত জিনিস কিনে রাখছেন। এতে বাজারে সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মো. খুরশিদুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পণ্যের দাম বাড়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ জেলা পর্যায় থেকে করা হয়। এর পরও নিয়মের বাইরে দাম বাড়ার কোনো অভিযোগ এলে বাজারে অভিযান চালানো হবে।
নোয়াখালীর চাটখিলের বাজারগুলোতে গত ১৫ দিন ধরে হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। একই সঙ্গে নিত্যপণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের ক্রেতারা। এতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দাম নিয়ে মনকষাকষি শুরু হয়েছে।
সরেজমিন কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, মাছের সরবরাহ কম থাকায় ক্রেতারা ব্রয়লার মুরগির দিকে ঝুঁকছে বেশি। এতে গত ১৫ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১২০ টাকা থেকে বেড়ে ১৭০ টাকা হয়েছে। শুধু তাই নয়, খোলা আটা ৩০ থেকে বেড়ে ৩৫ টাকা, সয়াবিন তেল ১৩০ থেকে বেড়ে ১৭০ টাকা, চিনি ৮০ থেকে বেড়ে ১০০ টাকা, মসুর ডাল মোটা ৮০ থেকে বেড়ে ১০০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। এতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বিপাকে পড়ছেন।
এ বিষয়ে নিম্ন আয়ের কয়েকজন বলেন, খুব কষ্টে আছি। আয়ের চেয়ে পণ্যের দাম অনেক বেশি।
দিনমজুর আনোয়ার হোসেন বলেন, `দুই দিন ধরে বাড়িতে বাজার নিতে পারি না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়।'
দশঘরিয়া বাজারে ব্রয়লার মুরগির ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, মুরগির খাদ্য ৫০ কেজির বস্তা ২ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৮০০ টাকা হয়েছে। তাই মুরগির দামও বৃদ্ধি পেয়েছে।
মুদি ব্যবসায়ী মো. ফারুক হোসেন বলেন, পণ্যের দাম কিছুটা বেড়েছে। দাম আরও বাড়তে পারে সেই ভয়ে মানুষ অতিরিক্ত জিনিস কিনে রাখছেন। এতে বাজারে সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মো. খুরশিদুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পণ্যের দাম বাড়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ জেলা পর্যায় থেকে করা হয়। এর পরও নিয়মের বাইরে দাম বাড়ার কোনো অভিযোগ এলে বাজারে অভিযান চালানো হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
১ মিনিট আগেপুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১৮ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
২৭ মিনিট আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
৩৭ মিনিট আগে