কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় নাছির উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পণ্ডিত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আবুল হোছাইনের ছেলে।
নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরহাদ আলী জানিয়েছেন।
তিনি বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। এখনও এ ঘটনায় মামলা হয়নি।’
ওসি ফরহাদ জানান, নাছিরের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ও ধর্ষণের অভিযোগে সাম্প্রতিক দুটি মামলা আছে। তাঁর বিরুদ্ধে আগেও মামলা ছিল। তবে তার সংখ্যা ও সঠিক তথ্য জানা নেই।
নাছির উদ্দিনের নেতৃত্বে একদল লোক প্রায় একযুগ ধরে পেকুয়ার পাহাড়ি এলাকায় বনভূমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। টৈটংয়ের লোকমুখে এটি ‘দা বাহিনী’ হিসেবে পরিচিতি পেয়েছে।
পুলিশ বলছে, ২০২০ সালের ১২ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীতে স্বারাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে যে ৩৪ জন আত্মসমর্পণ করে ছিলেন, তাদের মধ্যে নাছিরও ছিলেন। কিছুদিন আগে তিনি জেল থেকে জামিনে মুক্তি পান।
টৈটং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘দা বাহিনীর প্রধান নাছির উদ্দীন কিছুদিন আগে জেল থেকে ছাড়া পান। কিন্তু শেষ পর্যন্ত দায়ের কোপেই নিহত হলেন তিনি। এ ঘটনায় এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে।’
কক্সবাজারের পেকুয়ায় নাছির উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পণ্ডিত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আবুল হোছাইনের ছেলে।
নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরহাদ আলী জানিয়েছেন।
তিনি বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। এখনও এ ঘটনায় মামলা হয়নি।’
ওসি ফরহাদ জানান, নাছিরের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ও ধর্ষণের অভিযোগে সাম্প্রতিক দুটি মামলা আছে। তাঁর বিরুদ্ধে আগেও মামলা ছিল। তবে তার সংখ্যা ও সঠিক তথ্য জানা নেই।
নাছির উদ্দিনের নেতৃত্বে একদল লোক প্রায় একযুগ ধরে পেকুয়ার পাহাড়ি এলাকায় বনভূমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। টৈটংয়ের লোকমুখে এটি ‘দা বাহিনী’ হিসেবে পরিচিতি পেয়েছে।
পুলিশ বলছে, ২০২০ সালের ১২ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীতে স্বারাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে যে ৩৪ জন আত্মসমর্পণ করে ছিলেন, তাদের মধ্যে নাছিরও ছিলেন। কিছুদিন আগে তিনি জেল থেকে জামিনে মুক্তি পান।
টৈটং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘দা বাহিনীর প্রধান নাছির উদ্দীন কিছুদিন আগে জেল থেকে ছাড়া পান। কিন্তু শেষ পর্যন্ত দায়ের কোপেই নিহত হলেন তিনি। এ ঘটনায় এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে।’
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
২০ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৪৪ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
১ ঘণ্টা আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে