Ajker Patrika

ইসলাম প্রচারে বঙ্গবন্ধু এবং তাঁর কন্যার অবদান সারা বিশ্ব দেখেছে: এমপি সবুর

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
ইসলাম প্রচারে বঙ্গবন্ধু এবং তাঁর কন্যার অবদান সারা বিশ্ব দেখেছে: এমপি সবুর

কুমিল্লা–১ (দাউদকান্দি–তিতাস) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সবুর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের আলেম ওলামাদের পূর্ণ মর্যাদা দিয়েছেন। আলেমদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। বিগত সময়ে কোনো সরকারই আলেমদের জন্য কাজ করেননি।’ 

আজ শুক্রবার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজের প্রাক্কালে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে এসব কথা বলেন। 

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। জাতির পিতার কন্যা দেশের মডেল মসজিদ নির্মাণ করেছেন। দেশে ইসলামের প্রচারে বঙ্গবন্ধু এবং তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদান সারা বিশ্ব দেখেছে।’ 

‘বিএনপি–জামায়াতের গুজব অপপ্রচার’ রোধে মসজিদ মাদ্রাসার ইমাম–মোয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী গুজব অপপ্রচারের জন্য যেন কোনো ভাবেই মসজিদ মাদ্রাসাকে ব্যবহার না করতে পারে, সে ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন দেশের শৃঙ্খলা বিনষ্ট করতে না সেই ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। এই কাজটা দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে আপনাদের করতে হবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত