ব্রাহ্মণপাড়ায় মূল্যতালিকা না থাকায় ২ মিষ্টির দোকানে জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২: ১৫
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পণ্যের মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে দুই মিষ্টি দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

জরিমানার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। তিনি বলেন, ‘বিভিন্ন বাজারে তদারকি অব্যাহত থাকবে।’

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এতে সহযোগিতা করে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হেলালের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনাকালে ব্রাহ্মণপাড়া সদর বাজারের দুটি মিষ্টির দোকানের মালিক মামুন আহম্মেদ ও মো. মহসিনকে বিভিন্ন অনিয়ম ও পণ্যের মূল্য তালিকা না থাকায় ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত