পেকুয়ার শিলখালীর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   
Thumbnail image
গ্রেপ্তার চেয়ারম্যান কামাল হোছাইন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোছাইনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পেকুয়া থানা-পুলিশ তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছেন।

এর আগে গতকাল বুধবার রাত ১১ দিকে চকরিয়া পৌরশহরের বাটাখালী এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়ার শিলখালীর ইউপি চেয়ারম্যান কামাল হোছাইন পৌরসভার বাটাখালীর ফুলতলায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা রয়েছে।

পেকুয়া থানার পরিদর্শক দূর্জয় বিশ্বাস বলেন, চেয়ারম্যান কামাল হোছাইনকে পেকুয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত