Ajker Patrika

তিতাসে মাদকসহ নারী ইউপি সদস্য ও তাঁর ছেলে গ্রেপ্তার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 
ছেলেসহ গ্রেপ্তার ইউপি সদস্য। ছবি: আজকের পত্রিকা
ছেলেসহ গ্রেপ্তার ইউপি সদস্য। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার তিতাসে সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তাঁর ছেলেকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ৩০টি ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তাঁর ছেলে জয় সরকার। পুলিশ জানায়, তাঁদের নামে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত