চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান প্রধানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার নাউরি বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান প্রধান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ নাউরি গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর উপজেলার সুজাতপুরে বিএনপির নেতাদের ওপর হামলার ঘটনায় ৪ অক্টোবর থানায় মামলা করেন সুজাতপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ ৫৬ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। শাহজাহান প্রধানকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. রবিউল হক বলেন, সুজাতপুরে মারামারির ঘটনায় বিকেলে নাউরি থেকে শাহজাহান প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে আছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তারের পর শাহজাহানকে নিজ থানায় না রেখে কেন সদর মডেল থানায় আনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘চাঁদপুর থানায় আনার কোনো কারণ নেই। এমনিতেই আনা হয়েছে।’ নিজ থানায় রাখলে নিরাপত্তা সমস্যা আছে কি না, এমন প্রশ্নে এসপি বলেন, ‘এমন কোনো সমস্যাও নেই।’
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান প্রধানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার নাউরি বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান প্রধান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ নাউরি গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর উপজেলার সুজাতপুরে বিএনপির নেতাদের ওপর হামলার ঘটনায় ৪ অক্টোবর থানায় মামলা করেন সুজাতপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ ৫৬ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। শাহজাহান প্রধানকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. রবিউল হক বলেন, সুজাতপুরে মারামারির ঘটনায় বিকেলে নাউরি থেকে শাহজাহান প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে আছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তারের পর শাহজাহানকে নিজ থানায় না রেখে কেন সদর মডেল থানায় আনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘চাঁদপুর থানায় আনার কোনো কারণ নেই। এমনিতেই আনা হয়েছে।’ নিজ থানায় রাখলে নিরাপত্তা সমস্যা আছে কি না, এমন প্রশ্নে এসপি বলেন, ‘এমন কোনো সমস্যাও নেই।’
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীকে নারীঘটিত সমস্যার জেরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সূত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীর বিরুদ্ধে নারীঘটিত বিষয় নিয়ে অভিযোগ ওঠে...
১৯ মিনিট আগেচট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ঘিরে লাখো মানুষের সমাগম হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে লালদীঘি মাঠে আয়োজিত বলীখেলা ও আশপাশের প্রায় এক কিলোমিটারজুড়ে বসা বৈশাখী মেলায় লোকজন আসা শুরু করে।
২২ মিনিট আগেরাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
২২ মিনিট আগেরাজশাহী মহানগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বাবা আকরাম হোসেন (৫২) খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে এ দুজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার দুজন হলেন তালাইমারী শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে মো. বিশাল
২৬ মিনিট আগে