এম মনসুর আলী, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
নুরজাহান বেগমের চোখে জল। তবে তা আনন্দের। বলছেন, ‘আমরারে কেউ দাওয়াত দেয় না। আপনারা আমরারে মাংস-দই দিয়া ভাত খাওয়াইলেন। অনেক খুশি হইলাম।’
ভিক্ষা করেই জীবনধারণ করা নুরজাহান আজ দাওয়াতে পেটপুরে খেয়েছেন। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে যার উপস্থিতি গৃহস্থদের বিরক্তির কারণ হয়, সেই তিনিই আজ অতিথি। তাঁকে আদর করে খাওয়ানো হয়েছে। শুধু তিনি নন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শতাধিক ভিক্ষুক আজ দাওয়াত খেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে শতাধিক ভিক্ষুককে পেটপুরে খাবার খাওয়ান এক চিকিৎসক। আজ বৃহস্পতিবার উপজেলার অরুয়াইল দক্ষিণ বাজার কলেজ মার্কেটে বিভিন্ন এলাকা থেকে আসা ভিক্ষুককে দাওয়াত দিয়ে রান্না করা খাবার খাওয়ানো হয়।
সরকার নিবন্ধিত গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় জেলার সরাইল ও নাসিরনগর উপজেলা থেকে আসা ভিক্ষুকদের জন্য এ খাবারের আয়োজন করেন চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে অ্যানেসথেসিয়া ও ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলামের এ রকম উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে। সারা জীবন বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে গিয়ে তাড়া খেয়ে যারা অভ্যস্ত, তাঁরাই বৃহস্পতিবার ছিলেন দাওয়াতের মধ্যমণি। এটি তাঁদের ভীষণভাবে আবেগপ্রবণ করেছে। দাওয়াতে আসা নাসিরনগর উপজেলার চাতলপাড়ের ভিক্ষুক নুরজাহান বেগম বলেন, ‘আমরারে কেউ দাওয়াত দেয় না। কোনো অনুষ্ঠানে গেলে উল্টা তাড়াইয়া দেয়। ঝুটা খাইতে দেয়। আপনারা আমরারে মাংস-দই দিয়া ভাত খাওয়াইলেন। অনেক খুশি হইলাম। দুই হাত ভইরা আল্লাহর কাছে দোয়া করমু আপনাদের জন্য।’
একই রকম কথা বললেন মোমেনা বেগম। তিনি বলেন, কখনো কোনো চিকিৎসকের দাওয়াতে খাবার খাননি আগে। খুব খুশি তিনি।
এ বিষয়ে ডা. সৈয়দ আরিফুল ইসলাম বলেন, ‘ভিক্ষুকেরা নিম্নমানের খাবারের কারণে পুষ্টিহীনতায় ভোগে। তা ছাড়া পথশিশুদের জন্য বিভিন্ন সংগঠনের কার্যক্রম থাকলেও দেশের কোথাও ভিক্ষুকদের জন্য বিনা মূল্যে খাবারের ব্যবস্থা আছে কি না, জানি না। কোনো অনুষ্ঠানের শেষে যদি খাবার থাকে, তাহলে স্থানীয় ভিক্ষুকদের পাতে দুমুঠো খাবার ওঠে। তারপরও কখনো কখনো দেওয়া হয় শুধু শুকনো ভাত। এসব কথা চিন্তা করেই তাঁদের জন্য এই আয়োজন করা হয়েছে।’
নুরজাহান বেগমের চোখে জল। তবে তা আনন্দের। বলছেন, ‘আমরারে কেউ দাওয়াত দেয় না। আপনারা আমরারে মাংস-দই দিয়া ভাত খাওয়াইলেন। অনেক খুশি হইলাম।’
ভিক্ষা করেই জীবনধারণ করা নুরজাহান আজ দাওয়াতে পেটপুরে খেয়েছেন। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে যার উপস্থিতি গৃহস্থদের বিরক্তির কারণ হয়, সেই তিনিই আজ অতিথি। তাঁকে আদর করে খাওয়ানো হয়েছে। শুধু তিনি নন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শতাধিক ভিক্ষুক আজ দাওয়াত খেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে শতাধিক ভিক্ষুককে পেটপুরে খাবার খাওয়ান এক চিকিৎসক। আজ বৃহস্পতিবার উপজেলার অরুয়াইল দক্ষিণ বাজার কলেজ মার্কেটে বিভিন্ন এলাকা থেকে আসা ভিক্ষুককে দাওয়াত দিয়ে রান্না করা খাবার খাওয়ানো হয়।
সরকার নিবন্ধিত গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় জেলার সরাইল ও নাসিরনগর উপজেলা থেকে আসা ভিক্ষুকদের জন্য এ খাবারের আয়োজন করেন চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে অ্যানেসথেসিয়া ও ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলামের এ রকম উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে। সারা জীবন বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে গিয়ে তাড়া খেয়ে যারা অভ্যস্ত, তাঁরাই বৃহস্পতিবার ছিলেন দাওয়াতের মধ্যমণি। এটি তাঁদের ভীষণভাবে আবেগপ্রবণ করেছে। দাওয়াতে আসা নাসিরনগর উপজেলার চাতলপাড়ের ভিক্ষুক নুরজাহান বেগম বলেন, ‘আমরারে কেউ দাওয়াত দেয় না। কোনো অনুষ্ঠানে গেলে উল্টা তাড়াইয়া দেয়। ঝুটা খাইতে দেয়। আপনারা আমরারে মাংস-দই দিয়া ভাত খাওয়াইলেন। অনেক খুশি হইলাম। দুই হাত ভইরা আল্লাহর কাছে দোয়া করমু আপনাদের জন্য।’
একই রকম কথা বললেন মোমেনা বেগম। তিনি বলেন, কখনো কোনো চিকিৎসকের দাওয়াতে খাবার খাননি আগে। খুব খুশি তিনি।
এ বিষয়ে ডা. সৈয়দ আরিফুল ইসলাম বলেন, ‘ভিক্ষুকেরা নিম্নমানের খাবারের কারণে পুষ্টিহীনতায় ভোগে। তা ছাড়া পথশিশুদের জন্য বিভিন্ন সংগঠনের কার্যক্রম থাকলেও দেশের কোথাও ভিক্ষুকদের জন্য বিনা মূল্যে খাবারের ব্যবস্থা আছে কি না, জানি না। কোনো অনুষ্ঠানের শেষে যদি খাবার থাকে, তাহলে স্থানীয় ভিক্ষুকদের পাতে দুমুঠো খাবার ওঠে। তারপরও কখনো কখনো দেওয়া হয় শুধু শুকনো ভাত। এসব কথা চিন্তা করেই তাঁদের জন্য এই আয়োজন করা হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে