বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য এমরান হোসেন এবং উপজেলা ছাত্রদলের সদস্য মো. ইকবাল হোসেন ভূইয়া।
বুড়িচং উপজেলা যুবদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন বলেন, ‘রাতের আঁধারে বুড়িচং উপজেলা যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্তত ১৫ জন নেতা-কর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। আগামীকাল শুক্রবার (১৯ মে) কুমিল্লার জনসমাবেশ নস্যাৎ করতে এবং আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন দমানোর জন্য এই গণগ্রেপ্তার।’
উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, ‘আদালতে আছি। নেতা-কর্মীদের জামিনের ব্যবস্থা করছি। আমরা এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।’
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘জেলা সদরের একটি মামলায় কোতোয়ালি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।’
কোন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য এমরান হোসেন এবং উপজেলা ছাত্রদলের সদস্য মো. ইকবাল হোসেন ভূইয়া।
বুড়িচং উপজেলা যুবদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন বলেন, ‘রাতের আঁধারে বুড়িচং উপজেলা যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্তত ১৫ জন নেতা-কর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। আগামীকাল শুক্রবার (১৯ মে) কুমিল্লার জনসমাবেশ নস্যাৎ করতে এবং আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন দমানোর জন্য এই গণগ্রেপ্তার।’
উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, ‘আদালতে আছি। নেতা-কর্মীদের জামিনের ব্যবস্থা করছি। আমরা এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।’
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘জেলা সদরের একটি মামলায় কোতোয়ালি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।’
কোন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
১৫ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৮ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১৮ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২৮ মিনিট আগে