উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে উখিয়ার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চেকপোস্ট-সংলগ্ন রোহিঙ্গা বসতির একটি শেড থেকে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, ‘ঘটনাস্থলে আমাদের ও পার্শ্ববর্তী রামু ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করেছে।’
কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীদের ভাষ্যমতে অন্তত ১২টি দোকান, ৩৫টি বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ।
স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে আমার ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবির ভুট্টোর কয়েকটি ভাড়াঘর ও দোকান পুড়ে গেছে।’
উল্লেখ্য, এ বছর রোহিঙ্গা ক্যাম্পে এটি চতুর্থ অগ্নিকাণ্ডের ঘটনা। গত ১৭ জানুয়ারি উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যায় ৩০টি ঘর। একই মাসের ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সাড়ে তিন হাজার রোহিঙ্গা। এর আগে গত ২ জানুয়ারি ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতালেও আগুন লাগে, ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালটির ৭০ শয্যা।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে উখিয়ার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চেকপোস্ট-সংলগ্ন রোহিঙ্গা বসতির একটি শেড থেকে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, ‘ঘটনাস্থলে আমাদের ও পার্শ্ববর্তী রামু ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করেছে।’
কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীদের ভাষ্যমতে অন্তত ১২টি দোকান, ৩৫টি বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ।
স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে আমার ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবির ভুট্টোর কয়েকটি ভাড়াঘর ও দোকান পুড়ে গেছে।’
উল্লেখ্য, এ বছর রোহিঙ্গা ক্যাম্পে এটি চতুর্থ অগ্নিকাণ্ডের ঘটনা। গত ১৭ জানুয়ারি উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যায় ৩০টি ঘর। একই মাসের ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সাড়ে তিন হাজার রোহিঙ্গা। এর আগে গত ২ জানুয়ারি ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতালেও আগুন লাগে, ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালটির ৭০ শয্যা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
১৮ মিনিট আগেপুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৩৫ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে