চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার শহরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২ জন জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাত ৪টার দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তিনি মারা যান। দুপুর ২টার দিকে তাঁর মরদেহ বাড়িতে পৌঁছেছে বলে জানা গেছে।
জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শহরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে এ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
ওই জেলের নাম—আইয়ুব আলী (৫৭)। তিনি চকরিয়া পৌরসভার পশ্চিম মণ্ডলপাড়ার তরছঘাট এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
ওয়ার্ড কাউন্সিলর নুরুস শফি আজকের পত্রিকাকে বলেন, ‘আইয়ুব আলী পরিবারে এক সময় বোট ছিল। সেই সূত্রে তিন যুগেরও বেশি সময় ধরে ট্রলারে করে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।’
তিনি আরও বলেন, ‘দগ্ধ হওয়ার পর তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তিনি মারা যান। আজ (শনিবার) দুপুর দুইটার দিকে মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে।’
জানা গেছে, শুক্রবার ভোররাতে সাগরে মাছ শিকার শেষে ট্রলারটি বাকঁখালী নদী মোহনার নুনিয়াছড়ার ৬ নম্বর ঘাটে ফেরে নোঙর করেছিল। সকাল ১০টার দিকে হঠাৎ ট্রলারে আগুন লেগে যায়। এতে ট্রলারের ১২ জন মাঝিমাল্লা দগ্ধ হয়। দগ্ধের ১০ জনের শরীর প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারে রান্নার করার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটতে পারে। ট্রলারটির মালিক স্থানীয় সেলিম বহদ্দার।
আইয়ুব আলীর স্ত্রী রাবিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সাগর থেকে মাছ ধরে ফিরে উনি শুক্রবার সকালে ফোন দিয়েছিল। খোঁজ-খবর নিয়ে বাড়ি আসার কথাও বলেছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখন সব শেষ হয়ে গেছে। তিন ছেলে ও এক মেয়ে নিয়ে আমার সুখের সংসারে এখন অন্ধকার!’
এর আগে বিস্ফোরণের ঘটনার পর কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেছিলেন, বৃহস্পতিবার শেষ রাতে মাছ শিকার শেষে ট্রলারটি ঘাটে ফেরে। সকাল ১০টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। কেন এবং কীভাবে এ ঘটনা ঘটল তা এখনো জানা সম্ভব হয়নি।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘাটে নোঙর করানো অবস্থায় মাছ ধরার ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন জেলে দগ্ধ হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।
কক্সবাজার শহরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২ জন জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাত ৪টার দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তিনি মারা যান। দুপুর ২টার দিকে তাঁর মরদেহ বাড়িতে পৌঁছেছে বলে জানা গেছে।
জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শহরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে এ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
ওই জেলের নাম—আইয়ুব আলী (৫৭)। তিনি চকরিয়া পৌরসভার পশ্চিম মণ্ডলপাড়ার তরছঘাট এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
ওয়ার্ড কাউন্সিলর নুরুস শফি আজকের পত্রিকাকে বলেন, ‘আইয়ুব আলী পরিবারে এক সময় বোট ছিল। সেই সূত্রে তিন যুগেরও বেশি সময় ধরে ট্রলারে করে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।’
তিনি আরও বলেন, ‘দগ্ধ হওয়ার পর তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তিনি মারা যান। আজ (শনিবার) দুপুর দুইটার দিকে মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে।’
জানা গেছে, শুক্রবার ভোররাতে সাগরে মাছ শিকার শেষে ট্রলারটি বাকঁখালী নদী মোহনার নুনিয়াছড়ার ৬ নম্বর ঘাটে ফেরে নোঙর করেছিল। সকাল ১০টার দিকে হঠাৎ ট্রলারে আগুন লেগে যায়। এতে ট্রলারের ১২ জন মাঝিমাল্লা দগ্ধ হয়। দগ্ধের ১০ জনের শরীর প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারে রান্নার করার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটতে পারে। ট্রলারটির মালিক স্থানীয় সেলিম বহদ্দার।
আইয়ুব আলীর স্ত্রী রাবিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সাগর থেকে মাছ ধরে ফিরে উনি শুক্রবার সকালে ফোন দিয়েছিল। খোঁজ-খবর নিয়ে বাড়ি আসার কথাও বলেছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখন সব শেষ হয়ে গেছে। তিন ছেলে ও এক মেয়ে নিয়ে আমার সুখের সংসারে এখন অন্ধকার!’
এর আগে বিস্ফোরণের ঘটনার পর কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেছিলেন, বৃহস্পতিবার শেষ রাতে মাছ শিকার শেষে ট্রলারটি ঘাটে ফেরে। সকাল ১০টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। কেন এবং কীভাবে এ ঘটনা ঘটল তা এখনো জানা সম্ভব হয়নি।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘাটে নোঙর করানো অবস্থায় মাছ ধরার ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন জেলে দগ্ধ হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে