কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে সিটি করপোরেশনের নামে পরিবহনে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তিনজন হলেন কুমিল্লা সদরের পূর্ব চান্দপুর এলাকার মো. হোসেন (৪৬), গোবিন্দপুর এলাকার মো. সবুজ (২৫) ও সদর দক্ষিণ উপজেলার ধনাজোড় এলাকার মো. মোতাহের হোসেন (৪৫)। তাঁদের কাছ থেকে পুলিশ এক হাজার ৯৬০ টাকাসহ চাঁদা আদায়ের বিভিন্ন ভুয়া রসিদ বই জব্দ করেছে।
পুলিশ জানায়, নগরীর চকবাজার থেকে তেলিকোনাগামী সড়কের ওপর অবস্থান করে কিছু লোক যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছে। তারা চালকদেরকে হত্যার ভয়ভীতি দেখিয়ে যানবাহনের গতিরোধ করে অবৈধ রসিদের মাধ্যমে চাঁদা আদায় করছে। এমন অভিযোগে গতকাল রোববার রাতে কুমিল্লার কোতয়ালী মডেল থানার পরিদর্শক (এসআই) নাজমুল শাকিব ঘটনাস্থলে যায়। এ সময় চকবাজার তেরীপট্টি এলাকায় সড়কের ওপর থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের নামে মামলা হলে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা গেলেও তাঁদের বাকি সহযোগী শাসনগাছা এলাকার আবু জাহের (৪২), শুভপুর এলাকার শরীফুল ইসলাম রাসেল (৪০) ও আশ্রাফপুর এলাকার আলম মিয়া (৪৫) পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা মহানগরীর বিভিন্ন পয়েন্টে সিটি করপোরেশনের নাম ব্যবহার করে অবৈধ চাঁদা উত্তোলন করে আসছিল। যা সিটি করপোরেশন অবগত নন। যার কোনো আইনগত বৈধতা নেই।
কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে সিটি করপোরেশনের নামে পরিবহনে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তিনজন হলেন কুমিল্লা সদরের পূর্ব চান্দপুর এলাকার মো. হোসেন (৪৬), গোবিন্দপুর এলাকার মো. সবুজ (২৫) ও সদর দক্ষিণ উপজেলার ধনাজোড় এলাকার মো. মোতাহের হোসেন (৪৫)। তাঁদের কাছ থেকে পুলিশ এক হাজার ৯৬০ টাকাসহ চাঁদা আদায়ের বিভিন্ন ভুয়া রসিদ বই জব্দ করেছে।
পুলিশ জানায়, নগরীর চকবাজার থেকে তেলিকোনাগামী সড়কের ওপর অবস্থান করে কিছু লোক যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছে। তারা চালকদেরকে হত্যার ভয়ভীতি দেখিয়ে যানবাহনের গতিরোধ করে অবৈধ রসিদের মাধ্যমে চাঁদা আদায় করছে। এমন অভিযোগে গতকাল রোববার রাতে কুমিল্লার কোতয়ালী মডেল থানার পরিদর্শক (এসআই) নাজমুল শাকিব ঘটনাস্থলে যায়। এ সময় চকবাজার তেরীপট্টি এলাকায় সড়কের ওপর থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের নামে মামলা হলে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা গেলেও তাঁদের বাকি সহযোগী শাসনগাছা এলাকার আবু জাহের (৪২), শুভপুর এলাকার শরীফুল ইসলাম রাসেল (৪০) ও আশ্রাফপুর এলাকার আলম মিয়া (৪৫) পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা মহানগরীর বিভিন্ন পয়েন্টে সিটি করপোরেশনের নাম ব্যবহার করে অবৈধ চাঁদা উত্তোলন করে আসছিল। যা সিটি করপোরেশন অবগত নন। যার কোনো আইনগত বৈধতা নেই।
দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার শহরের সবুজবাগ মোড়ে সংগঠনের হলরুমে এ সংবাদ সম্মেলন হয়।
৫ মিনিট আগেনওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ৩২ টন চাল জব্দ করেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান অভিযানে নেতৃত্ব দেন।
১৩ মিনিট আগেজুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ৪ দফা দাবি উত্থাপন করেছে। দাবি পূরণে ১০০ দিনের আলটিমেটাম দিয়ে আগামী ৫ আগস্ট ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
১৩ মিনিট আগেছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিয়েছেন বগুড়ার ১৩ জন নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনে যোগ দেন। পদত্যাগ করে যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জাকারিয়া
১৭ মিনিট আগে