মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে ৩টার মধ্যে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত অমর সরকার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের রবি ভক্তের ছোট ছেলে। তিনি নারায়ণপুর বাজারে স্বর্ণের ব্যবসা করতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকানের কর্মচারী অনীককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে দোকানের কর্মচারী অনীককে সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাজে মতলব বাজারে যান অমর সরকার। সেখান থেকে মতলবেই বোনের বাড়িতে যান বলে তাঁর বোন মাধুবী ভক্ত জানান। বোনের বাড়ি থেকে রাত ১১টার সময় কর্মচারীকে সঙ্গে নিয়ে নারায়ণপুর চলে আসেন। এরপরে আর বাড়ি ফেরেননি। রাত আনুমানিক আড়াইটার দিকে কর্মচারী অনীক ঘরের দরজায় নক করে পরিবারের লোকজনকে অমর সরকারের নিহতের ঘটনা জানান। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, অমর সরকার উপজেলার নারায়ণপুর বাজারে প্রায় ২০ বছর যাবৎ স্বর্ণের ব্যবসা করে আসছেন।
এদিকে অমর সরকারের বাবা রবি ভক্ত বলেন, ‘প্রতিদিনের মতো আমি আমার ছেলের জন্য রাতে অপেক্ষা করতে থাকি। সে রাত ১০টা থেকে ১১টার মধ্যেই বাড়িতে ফিরে আসে। কিন্তু ঘটনার দিন রাত গভীর হলে ছেলে বাড়িতে না আসায় আমি অস্থির হয়ে যাই। আমি আমার বড় ছেলে জীবন ভক্তকে বলি অমরকে ফোন করতে। আমার বড় ছেলে জীবন ভক্ত জানায়, তার সঙ্গে অমরের কথা হয়েছে, সে আসবে।’
অমর সরকারের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার জানান, ‘ঘটনার তিন-চার দিন আগে আমি আমার বাবার বাড়িতে যাই। ঘটনার আগের দিন অমরের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ঘটনার দিন আমি মোবাইলে কল দিয়েছিলাম, কিন্তু কল ধরে নাই।’
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ‘আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। খুনিরা অমরকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ ও পিবিআইয়ের পক্ষ থেকে তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে ৩টার মধ্যে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত অমর সরকার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের রবি ভক্তের ছোট ছেলে। তিনি নারায়ণপুর বাজারে স্বর্ণের ব্যবসা করতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকানের কর্মচারী অনীককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে দোকানের কর্মচারী অনীককে সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাজে মতলব বাজারে যান অমর সরকার। সেখান থেকে মতলবেই বোনের বাড়িতে যান বলে তাঁর বোন মাধুবী ভক্ত জানান। বোনের বাড়ি থেকে রাত ১১টার সময় কর্মচারীকে সঙ্গে নিয়ে নারায়ণপুর চলে আসেন। এরপরে আর বাড়ি ফেরেননি। রাত আনুমানিক আড়াইটার দিকে কর্মচারী অনীক ঘরের দরজায় নক করে পরিবারের লোকজনকে অমর সরকারের নিহতের ঘটনা জানান। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, অমর সরকার উপজেলার নারায়ণপুর বাজারে প্রায় ২০ বছর যাবৎ স্বর্ণের ব্যবসা করে আসছেন।
এদিকে অমর সরকারের বাবা রবি ভক্ত বলেন, ‘প্রতিদিনের মতো আমি আমার ছেলের জন্য রাতে অপেক্ষা করতে থাকি। সে রাত ১০টা থেকে ১১টার মধ্যেই বাড়িতে ফিরে আসে। কিন্তু ঘটনার দিন রাত গভীর হলে ছেলে বাড়িতে না আসায় আমি অস্থির হয়ে যাই। আমি আমার বড় ছেলে জীবন ভক্তকে বলি অমরকে ফোন করতে। আমার বড় ছেলে জীবন ভক্ত জানায়, তার সঙ্গে অমরের কথা হয়েছে, সে আসবে।’
অমর সরকারের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার জানান, ‘ঘটনার তিন-চার দিন আগে আমি আমার বাবার বাড়িতে যাই। ঘটনার আগের দিন অমরের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ঘটনার দিন আমি মোবাইলে কল দিয়েছিলাম, কিন্তু কল ধরে নাই।’
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ‘আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। খুনিরা অমরকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ ও পিবিআইয়ের পক্ষ থেকে তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, ২০২২ সালের ডিসেম্বরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ১৫০ মেগাওয়াটের কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পুনরায় ২০২৩ সালের মার্চে যান্ত্রিক ত্রুটির কারণে বুস্টার যন্ত্রটিও বন্ধ হয়। দুই দফা মেরামত ও দেড় বছর বন্ধ থাকার পর গত মে মাসে ফের উৎপাদনে আসে ১০০ মেগাওয়াটের গ্য
৫ মিনিট আগেনাটোরের বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগেপিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
১ ঘণ্টা আগে