Ajker Patrika

কক্সবাজারে নবজাতকের নাম রাখা হলো মোখা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৩, ১৩: ০৫
কক্সবাজারে নবজাতকের নাম রাখা হলো মোখা

কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার দিনে জন্ম নেওয়া একটি নবজাতকের নাম রাখা হয়েছে মোখা। গতকাল রোববার সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জয়নব বেগম (১৯) নামের এক প্রসূতি শিশুটির জন্ম দেন। তিনি রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার মো. আরকানের (২২) স্ত্রী।

শিশুটির বাবা মো. আরকান জানান, ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচতে গত শনিবার রাতে রাজাখালী এয়ার আলী খান উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেন তাঁরা। সেখানে প্রসব বেদনা শুরু হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার তাঁর স্ত্রী জয়নব বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গতকাল রোববার সকালে মোখার অস্থিরতার মধ্যে জয়নব সন্তান ভূমিষ্ঠ করেন। তাই তাঁরা শিশুটির নাম রাখেন মোকাম্মেল হোসেন মোখা।

মো. আরকান বলেন, ‘আশ্রয়কেন্দ্রে রাত ১টার দিকে প্রসব বেদনা ওঠে আমার স্ত্রীর। তখন হাসপাতালে নেওয়ার জন্য কোথাও গাড়ি পাচ্ছিলাম না। ওই সময় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে আসেন পেকুয়া থানার ওসি। আমাদের অসহায়ত্ব দেখে তিনি নিজের গাড়িতে তুলে ১২ কিলোমিটার দূরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘আমার দায়িত্ববোধ থেকে  প্রসব বেদনায় কাতরানো নারীকে হাসপাতালে নিয়ে যাই। পুলিশের কাজই জনকল্যাণ। সে কর্তব্যই আমি পালন করেছি। ওই প্রসূতি নারীর ছেলেসন্তান ভূমিষ্ঠ হয়েছে। ঘূর্ণিঝড় মোখার সাক্ষী হিসেবে তার নাম রাখা হয়েছে মোকাম্মেল হোসেন মোখা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত