কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার দিনে জন্ম নেওয়া একটি নবজাতকের নাম রাখা হয়েছে মোখা। গতকাল রোববার সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জয়নব বেগম (১৯) নামের এক প্রসূতি শিশুটির জন্ম দেন। তিনি রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার মো. আরকানের (২২) স্ত্রী।
শিশুটির বাবা মো. আরকান জানান, ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচতে গত শনিবার রাতে রাজাখালী এয়ার আলী খান উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেন তাঁরা। সেখানে প্রসব বেদনা শুরু হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার তাঁর স্ত্রী জয়নব বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গতকাল রোববার সকালে মোখার অস্থিরতার মধ্যে জয়নব সন্তান ভূমিষ্ঠ করেন। তাই তাঁরা শিশুটির নাম রাখেন মোকাম্মেল হোসেন মোখা।
মো. আরকান বলেন, ‘আশ্রয়কেন্দ্রে রাত ১টার দিকে প্রসব বেদনা ওঠে আমার স্ত্রীর। তখন হাসপাতালে নেওয়ার জন্য কোথাও গাড়ি পাচ্ছিলাম না। ওই সময় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে আসেন পেকুয়া থানার ওসি। আমাদের অসহায়ত্ব দেখে তিনি নিজের গাড়িতে তুলে ১২ কিলোমিটার দূরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘আমার দায়িত্ববোধ থেকে প্রসব বেদনায় কাতরানো নারীকে হাসপাতালে নিয়ে যাই। পুলিশের কাজই জনকল্যাণ। সে কর্তব্যই আমি পালন করেছি। ওই প্রসূতি নারীর ছেলেসন্তান ভূমিষ্ঠ হয়েছে। ঘূর্ণিঝড় মোখার সাক্ষী হিসেবে তার নাম রাখা হয়েছে মোকাম্মেল হোসেন মোখা।’
কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার দিনে জন্ম নেওয়া একটি নবজাতকের নাম রাখা হয়েছে মোখা। গতকাল রোববার সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জয়নব বেগম (১৯) নামের এক প্রসূতি শিশুটির জন্ম দেন। তিনি রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার মো. আরকানের (২২) স্ত্রী।
শিশুটির বাবা মো. আরকান জানান, ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচতে গত শনিবার রাতে রাজাখালী এয়ার আলী খান উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেন তাঁরা। সেখানে প্রসব বেদনা শুরু হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার তাঁর স্ত্রী জয়নব বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গতকাল রোববার সকালে মোখার অস্থিরতার মধ্যে জয়নব সন্তান ভূমিষ্ঠ করেন। তাই তাঁরা শিশুটির নাম রাখেন মোকাম্মেল হোসেন মোখা।
মো. আরকান বলেন, ‘আশ্রয়কেন্দ্রে রাত ১টার দিকে প্রসব বেদনা ওঠে আমার স্ত্রীর। তখন হাসপাতালে নেওয়ার জন্য কোথাও গাড়ি পাচ্ছিলাম না। ওই সময় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে আসেন পেকুয়া থানার ওসি। আমাদের অসহায়ত্ব দেখে তিনি নিজের গাড়িতে তুলে ১২ কিলোমিটার দূরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘আমার দায়িত্ববোধ থেকে প্রসব বেদনায় কাতরানো নারীকে হাসপাতালে নিয়ে যাই। পুলিশের কাজই জনকল্যাণ। সে কর্তব্যই আমি পালন করেছি। ওই প্রসূতি নারীর ছেলেসন্তান ভূমিষ্ঠ হয়েছে। ঘূর্ণিঝড় মোখার সাক্ষী হিসেবে তার নাম রাখা হয়েছে মোকাম্মেল হোসেন মোখা।’
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে