চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চ দুটি হালকা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শনিবার রাত ২টার দিকে জেলা সদরের হরিণাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আজ রোববার সকালে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লঞ্চের যাত্রীরা জানান, গতকাল শনিবার রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীর মাঝখানে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালের প্রিন্স আওলাদ-১০ লঞ্চের সঙ্গে বরিশাল থেকে ছেড়ে আসা এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সংঘর্ষ হয়। এতে আওলাদ-১০ লঞ্চের তলা ফেটে গেছে এবং কীর্তনখোলা ১০ লঞ্চের সামনের অংশ হালকা ভেঙে পড়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
কীর্তনখোলা-১০ লঞ্চের ইকবাল নামের যাত্রী জানান, মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের বেশি ক্ষতি হয়েছে। এই লঞ্চের মাঝ বরাবর তলা ফেটে গেছে। তাই নদীর মাঝে একটি চরে লঞ্চটিকে নোঙর করে রাখা হয়। তবে রাতেই শুভরাজ-৯ লঞ্চ ঢাকা থেকে এসে প্রিন্স আওলাদ-১০-এর যাত্রী নিয়ে বরিশাল চলে যায়। আর কীর্তনখোলা-১০-এর তেমন একটা ক্ষতি না হওয়ায় ঢাকায় পৌঁছেছে।
চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত নৌ নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের (টিআই) সমর কৃষ্ণ বলেন, চাঁদপুর সদরের হরিণাঘাটের কাছাকাছি মেঘনা নদী অতিক্রমকালে ঘন কুয়াশার কারণে লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ হয়। বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ লঞ্চে ৫৮০ জন যাত্রী ছিল, যাদের অন্য একটি লঞ্চ এসে গন্তব্যে নিয়ে গেছে।
এসআই শেখ আব্দুস সবুর বলেন, ঘটনাস্থল চাঁদপুরের মেঘনা নদী হলেও ঠিক কোথায় তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কিন্তু ৯৯৯-এর কল আসে কীর্তনখোলা লঞ্চের এক যাত্রী থেকে। তাঁরা আওলাদ ১০ লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার খবর জানিয়েছেন। লঞ্চ দুটির মাস্টারদের সঙ্গে কথা হয়েছে। ওই ঘটনায় কেউ আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেনি এবং বড় কোনো সমস্যা হয়নি।
চাঁদপুরে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চ দুটি হালকা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শনিবার রাত ২টার দিকে জেলা সদরের হরিণাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আজ রোববার সকালে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লঞ্চের যাত্রীরা জানান, গতকাল শনিবার রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীর মাঝখানে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালের প্রিন্স আওলাদ-১০ লঞ্চের সঙ্গে বরিশাল থেকে ছেড়ে আসা এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সংঘর্ষ হয়। এতে আওলাদ-১০ লঞ্চের তলা ফেটে গেছে এবং কীর্তনখোলা ১০ লঞ্চের সামনের অংশ হালকা ভেঙে পড়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
কীর্তনখোলা-১০ লঞ্চের ইকবাল নামের যাত্রী জানান, মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের বেশি ক্ষতি হয়েছে। এই লঞ্চের মাঝ বরাবর তলা ফেটে গেছে। তাই নদীর মাঝে একটি চরে লঞ্চটিকে নোঙর করে রাখা হয়। তবে রাতেই শুভরাজ-৯ লঞ্চ ঢাকা থেকে এসে প্রিন্স আওলাদ-১০-এর যাত্রী নিয়ে বরিশাল চলে যায়। আর কীর্তনখোলা-১০-এর তেমন একটা ক্ষতি না হওয়ায় ঢাকায় পৌঁছেছে।
চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত নৌ নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের (টিআই) সমর কৃষ্ণ বলেন, চাঁদপুর সদরের হরিণাঘাটের কাছাকাছি মেঘনা নদী অতিক্রমকালে ঘন কুয়াশার কারণে লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ হয়। বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ লঞ্চে ৫৮০ জন যাত্রী ছিল, যাদের অন্য একটি লঞ্চ এসে গন্তব্যে নিয়ে গেছে।
এসআই শেখ আব্দুস সবুর বলেন, ঘটনাস্থল চাঁদপুরের মেঘনা নদী হলেও ঠিক কোথায় তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কিন্তু ৯৯৯-এর কল আসে কীর্তনখোলা লঞ্চের এক যাত্রী থেকে। তাঁরা আওলাদ ১০ লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার খবর জানিয়েছেন। লঞ্চ দুটির মাস্টারদের সঙ্গে কথা হয়েছে। ওই ঘটনায় কেউ আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেনি এবং বড় কোনো সমস্যা হয়নি।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীকে নারীঘটিত সমস্যার জেরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সূত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীর বিরুদ্ধে নারীঘটিত বিষয় নিয়ে অভিযোগ ওঠে...
১ ঘণ্টা আগেচট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ঘিরে লাখো মানুষের সমাগম হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে লালদীঘি মাঠে আয়োজিত বলীখেলা ও আশপাশের প্রায় এক কিলোমিটারজুড়ে বসা বৈশাখী মেলায় লোকজন আসা শুরু করে।
১ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
১ ঘণ্টা আগেরাজশাহী মহানগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বাবা আকরাম হোসেন (৫২) খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে এ দুজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার দুজন হলেন তালাইমারী শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে মো. বিশাল
১ ঘণ্টা আগে