Ajker Patrika

সাজেকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১০: ২৯
সাজেকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জয়ন্তী চাকমার (৮) মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর আজ রোববার ভোরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার বেলা ২টার দিকে গঙ্গারাম এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। 

গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল জয়ন্তী। সে গঙ্গারাম এলাকার মিসন চাকমার মেয়ে। 

সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার বেলা দুইটার দিকর মায়ের সঙ্গে কাচালং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় জয়ন্তী। সংবাদ পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। পরে রোববার ভোর ৬টার দিকে নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার শিশু জয়ন্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পরিবারটির পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত