Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২১: ৪৯
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত

কয়েক দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকে এই ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন জান্নাত আরা (২৮) এবং তাঁর দুই বছরের কন্যা মাহিম আক্তার। জান্নাত ওই ক্যাম্পের আনোয়ার ইসলামের স্ত্রী। 

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। 

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস। ছবি: আজকের পত্রিকাপ্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অব্যাহত টানা বৃষ্টির কারণে ক্যাম্পের বাসিন্দা আনোয়ারের ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এ সময় ঘরে থাকা তাঁর স্ত্রী ও দুই বছরের শিশুকন্যা মাটি চাপা পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। 

অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর আজকের পত্রিকাকে জানান, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। নিহতদের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমির জাফর আরও জানান, কয়েকটি ক্যাম্প প্লাবিত হলেও এটি ছাড়া এখন পর্যন্ত আর কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত