সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের পালাতে সাহায্যকারী দুই দালালকেও আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে তাঁদের আটক করা হয়। তবে এ সময় আরও একজন পুরুষ রোহিঙ্গা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
আটক রোহিঙ্গারা হলেন ভাসানচর আশ্রয়ণের ১২ নম্বর ক্লাস্টারের সামছুল আলমের ছেলে নুরুল হাকিম (২৬), ৮১ নম্বর ক্লাস্টারের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলম (২৪), ৮৭ নম্বর ক্লাস্টারের হাছানের ছেলে আলী আহছান (২৭), একই ক্লাস্টারের বদির আহছানের মেয়ে সোনা মেহের (১৮), আলী আহছানের মেয়ে ইয়াছমিন (১০ মাস), মোহাম্মদ শরীফের মেয়ে ফিরোজা (২২) ও আলী হাছানের শিশু ছেলে একরাম।
আটক দালালেরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের চরমাছিমুন গ্রামের নুরু আমিন (৫০) ও একই গ্রামের ইউছুপ (১৯)।
আটকেরা জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে ভাসানচর ক্যাম্পের ৯ নম্বর ক্লাস্টারের রোহিঙ্গা দালাল খায়রুল আমিনের সহযোগিতায় স্থানীয় দালালদের মাধ্যমে বের হয়ে আসেন ৮ রোহিঙ্গা। রাতে দালালেরা নৌকায় তাঁদের সুবর্ণচরের মোহাম্মদপুর বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে দুই দালালও ছিল। গভীর রাতে ঘুরতে দেখে স্থানীয়রা দালালসহ তাঁদের আটক করেন। এ সময় একজন রোহিঙ্গা পালিয়ে যান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের পালাতে সাহায্যকারী দুই দালালকেও আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে তাঁদের আটক করা হয়। তবে এ সময় আরও একজন পুরুষ রোহিঙ্গা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
আটক রোহিঙ্গারা হলেন ভাসানচর আশ্রয়ণের ১২ নম্বর ক্লাস্টারের সামছুল আলমের ছেলে নুরুল হাকিম (২৬), ৮১ নম্বর ক্লাস্টারের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলম (২৪), ৮৭ নম্বর ক্লাস্টারের হাছানের ছেলে আলী আহছান (২৭), একই ক্লাস্টারের বদির আহছানের মেয়ে সোনা মেহের (১৮), আলী আহছানের মেয়ে ইয়াছমিন (১০ মাস), মোহাম্মদ শরীফের মেয়ে ফিরোজা (২২) ও আলী হাছানের শিশু ছেলে একরাম।
আটক দালালেরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের চরমাছিমুন গ্রামের নুরু আমিন (৫০) ও একই গ্রামের ইউছুপ (১৯)।
আটকেরা জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে ভাসানচর ক্যাম্পের ৯ নম্বর ক্লাস্টারের রোহিঙ্গা দালাল খায়রুল আমিনের সহযোগিতায় স্থানীয় দালালদের মাধ্যমে বের হয়ে আসেন ৮ রোহিঙ্গা। রাতে দালালেরা নৌকায় তাঁদের সুবর্ণচরের মোহাম্মদপুর বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে দুই দালালও ছিল। গভীর রাতে ঘুরতে দেখে স্থানীয়রা দালালসহ তাঁদের আটক করেন। এ সময় একজন রোহিঙ্গা পালিয়ে যান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৩ ঘণ্টা আগে