নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণে আহত আরও একজনকে কুতুপালং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৩/৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। তিনি বলেন, ‘সীমান্তে মাইন বিস্ফোরণে দুজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।’
পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবকের নাম নবী হোসেন প্রকাশ সোনা মিয়া (২০)। তিনি তুমব্রু ২ নম্বর ওয়ার্ডের ফকিরা ঘোনা হাবিবুর রহমানের ছেলে। অপর আহত মোহাম্মদ তাহের (২৮) একই গ্রামের হাসপাতাল পাড়ার মৃত আবুল হোছেনের ছেলে।
আহতদের স্বজনেরা জানিয়েছেন, আহতদের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোনা মিয়ার অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। অপরজনকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আহতেরা সীমান্তে চোরাই পণ্য আনা-নেওয়া করতে গিয়ে এ ঘটনার কবলে পড়েন। তারা সেখানে ৮ জন ছিলেন। তাঁদের মধ্যে দুজন আহত হন। এই পয়েন্টটি চোরাকারবারি জোন হিসেবে পরিচিত। যেখানে একজন মেম্বার জড়িত। যিনি দীর্ঘদিন এ কাজের গডফাদার হিসেবে কাজ করে আসছেন।
এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে দুজন বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে স্থানীয়রা।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণে আহত আরও একজনকে কুতুপালং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৩/৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। তিনি বলেন, ‘সীমান্তে মাইন বিস্ফোরণে দুজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।’
পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবকের নাম নবী হোসেন প্রকাশ সোনা মিয়া (২০)। তিনি তুমব্রু ২ নম্বর ওয়ার্ডের ফকিরা ঘোনা হাবিবুর রহমানের ছেলে। অপর আহত মোহাম্মদ তাহের (২৮) একই গ্রামের হাসপাতাল পাড়ার মৃত আবুল হোছেনের ছেলে।
আহতদের স্বজনেরা জানিয়েছেন, আহতদের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোনা মিয়ার অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। অপরজনকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আহতেরা সীমান্তে চোরাই পণ্য আনা-নেওয়া করতে গিয়ে এ ঘটনার কবলে পড়েন। তারা সেখানে ৮ জন ছিলেন। তাঁদের মধ্যে দুজন আহত হন। এই পয়েন্টটি চোরাকারবারি জোন হিসেবে পরিচিত। যেখানে একজন মেম্বার জড়িত। যিনি দীর্ঘদিন এ কাজের গডফাদার হিসেবে কাজ করে আসছেন।
এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে দুজন বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে স্থানীয়রা।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৩ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৩ ঘণ্টা আগে