কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার।
অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৪ জুন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ারবাজারের শীতলিয়া এলাকার অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মো. নবীর হোসেন নবী, মো. মফিজুর রহমান, বাহার মিয়া, মো. সাহেদ হোসেন ও আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, তিনটি কার্তুজ, পাঁচ হাজার ইয়াবা, এক হাজার বোতল ফেনসিডিল ও ২০০ কেজি গাঁজা জব্দ করা হয়। আজ আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. মেহেদী হাসান খান বাদী হয়ে মামলা করেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার বলেন, মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের এ সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার।
অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৪ জুন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ারবাজারের শীতলিয়া এলাকার অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মো. নবীর হোসেন নবী, মো. মফিজুর রহমান, বাহার মিয়া, মো. সাহেদ হোসেন ও আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, তিনটি কার্তুজ, পাঁচ হাজার ইয়াবা, এক হাজার বোতল ফেনসিডিল ও ২০০ কেজি গাঁজা জব্দ করা হয়। আজ আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. মেহেদী হাসান খান বাদী হয়ে মামলা করেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার বলেন, মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের এ সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রেলপথে পরীক্ষামূলক ট্রেনের ট্রায়েল শেষ হয়েছে। আজ রোববার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে খুলনা পৌঁছায় বেলা ১টা ১০ মিনিটে। পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়েল।
৬ মিনিট আগেবগুড়ায় আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ আদালতের নির্দেশে তিন মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।
১৩ মিনিট আগে১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
১ ঘণ্টা আগে