বিমানবন্দরের কর্মচারী খুনের মামলায় ২ আসামি রিমান্ডে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০: ৪৩
নিহত ওসমান সিকদার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিমানবন্দরের কর্মচারী ওসমান সিকদার (৪০) খুনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে গ্রেপ্তার দুজন জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পতেঙ্গা পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন—বাদল মজুমদার ও মো. আরিফ। এদের মধ্যে বাদল বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ ডিসেম্বর সকালে পতেঙ্গা লিংক রোড থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের অফিস সহায়ক ওসমানের লাশ উদ্ধার করে পুলিশ। ওসমান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেঘল ইউনিয়নের রুহুল্লাহ গ্রামের মো. শাহ আলম সিকদারের ছেলে।

ঘটনার দিনই বিমানবন্দরের ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল ও মো. আরিফ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বাদল মজুমদারকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) আদালতে ইব্রাহিম খলিল হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে রিয়ালের টাকা পাচার নিয়ে বিরোধে মারধরের একপর্যায়ে ওসমান মারা যায় বলে জানানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাঁধ দিতে চায় ভারতও, সংকটে পড়বে ভাটির বাস্তুতন্ত্র

‘৫৪ বছর আগের একটি সংবিধান আমাদের ভাবনাকে থামিয়ে দিবে—এটা মানতে রাজি না’

নিষিদ্ধ না হলে আ.লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

জানি না ৩১ ডিসেম্বর ছাত্ররা কী ঘোষণা দেবে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত