Ajker Patrika

কুকুরের ডাক অনুসরণ করে মিলল নিখোঁজ কিশোরের লাশ

নোয়াখালী প্রতিনিধি
নিহত রবিন হোসেন। ছবি: সংগৃহীত
নিহত রবিন হোসেন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ইউনিয়নের চুলডগি গ্রামের জামালের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রবিন হোসেন (১৬) কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামের বাসিন্দা ইউনুসের ছেলে। সে বাবার অটোরিকশা চালাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে কাজের সন্ধানে ঢাকা যায় ইউনুস। যাওয়ার সময় তার ছেলেকে নিজের অটোরিকশাটি চালানোর জন্য দিয়ে যান। তার মা মারা যাওয়ায় সৎ মা রুনা আক্তারের সঙ্গে বাড়িতে থাকত রবিন।

গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় কালাদরাপের ডিবি রোড এলাকা থেকে রবিন অটোরিকশাসহ নিখোঁজ হয়। ওই দিন স্থানীয়রা জানায়, রবিনকে একই গ্রামের জুয়েল (২৬) ও আরও কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়।

রবিন নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন এ বিষয়ে জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলোমেলো কথাবার্তা বলে। পরদিন জুয়েলকে পুলিশে সোপর্দ করে লোকজন।

আজ ট্যাংকের পাশে কুকুরের অস্বাভাবিক ডাকাডাকির কারণে বাড়ির লোকজন সেখানে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে রবিন নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে সেটি অপহরণ মামলা হিসেবে রুজু করা হয়। বর্তমানে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রবিনকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত