Ajker Patrika

২০০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা হচ্ছে না এবার

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৫: ২৬
গত বছর অনুষ্ঠিত জমিদার আন্নর আলী খাঁর ঐতিহ্যবাহী বৈশাখী মেলার চিত্র। ফাইল ছবি
গত বছর অনুষ্ঠিত জমিদার আন্নর আলী খাঁর ঐতিহ্যবাহী বৈশাখী মেলার চিত্র। ফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলীর জমিদার আন্নর আলী খাঁর চালু করা ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলা এ বছর হচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা উদ্‌যাপন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে মিয়াবাড়ির বংশধর ও আয়োজক কমিটির সদস্য শাহাদাত হোসেন খান বিষয়টি আজকের পত্রিকা'কে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী এই মেলা প্রতিবছর বৈশাখের ৭ ও ৮ তারিখে অনুষ্ঠিত হতো। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বছর বৈশাখী মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রশাসক, বড় উঠান ইউনিয়ন পরিষদ ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিতভাবে জানিয়েছি।’

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০০ বছর ধরে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ দেখা দিত। মেলার ঐতিহ্য অনুযায়ী স্থানীয় পরিবারগুলো আত্মীয়স্বজনকে দাওয়াত দিত।

অন্যদিকে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের জমিদার এরশাদ আলী সরকারের বৈশাখী মেলা ও বলীখেলাও এ বছর না করার সিদ্ধান্ত নিয়েছে মেলা আয়োজক কমিটি।

এরশাদ আলী স্টেটের মেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ হানিফ চৌধুরী, আলী নেওয়াজ খান, হানিফ মুহাম্মদ এনামুল করিম চৌধুরী ও আলী ফেরদৌস খান জানান, ১০০ বছরের বেশি সময় ধরে ৪ বৈশাখ এ মেলা হয়ে আসছে। আনোয়ারাসহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দাদের কাছে এটি সরকারের মেলা নামে পরিচিত। এ বছর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে আয়োজকেরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত