লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাইজ উদ্দিন (৪০) নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে চারজনের অবস্থায় গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার বিকেলে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষক দল নেতা শামীম গাজী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। হামলার জন্য শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরকে দায়ী করছেন।
সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, মাছঘাট, মেঘনার চর ও কাঁচাবাজার নিয়ে বিরোধ চলছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১৫ জন আহত হন।
এর জেরে বিকেলে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে কয়েকজন শামীমের সমর্থক আবু খাঁ ও সাইজ উদ্দিনকে খাসেরহাট বাজারের নতুন ব্রিজের পাশ থেকে তুলে নিয়ে বেদম মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় বাসিন্দারা সাইজ উদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় বিএনপি কর্মী আবু খাঁ, নজরুল কবিরাজ, হানিফ দেওয়ান ও জসিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অন্য আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর খাসেরহাট এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহমেদ বলেন, ‘নানা অপরাধে গত ২১ ডিসেম্বর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত সাইজ উদ্দিন মারা গেছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করার খবর শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
সদর হাসপাতালের মেডিকেল অফিসার কমলাশীষ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে সাইজ উদ্দিন মারা যান। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন মারা যান, কয়েকজন আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাইজ উদ্দিন (৪০) নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে চারজনের অবস্থায় গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার বিকেলে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষক দল নেতা শামীম গাজী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। হামলার জন্য শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরকে দায়ী করছেন।
সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, মাছঘাট, মেঘনার চর ও কাঁচাবাজার নিয়ে বিরোধ চলছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১৫ জন আহত হন।
এর জেরে বিকেলে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে কয়েকজন শামীমের সমর্থক আবু খাঁ ও সাইজ উদ্দিনকে খাসেরহাট বাজারের নতুন ব্রিজের পাশ থেকে তুলে নিয়ে বেদম মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় বাসিন্দারা সাইজ উদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় বিএনপি কর্মী আবু খাঁ, নজরুল কবিরাজ, হানিফ দেওয়ান ও জসিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অন্য আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর খাসেরহাট এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহমেদ বলেন, ‘নানা অপরাধে গত ২১ ডিসেম্বর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত সাইজ উদ্দিন মারা গেছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করার খবর শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
সদর হাসপাতালের মেডিকেল অফিসার কমলাশীষ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে সাইজ উদ্দিন মারা যান। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন মারা যান, কয়েকজন আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ৩২ টন চাল জব্দ করেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান অভিযানে নেতৃত্ব দেন।
১ মিনিট আগেজুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ৪ দফা দাবি উত্থাপন করেছে। দাবি পূরণে ১০০ দিনের আলটিমেটাম দিয়ে আগামী ৫ আগস্ট ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
২ মিনিট আগেছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিয়েছেন বগুড়ার ১৩ জন নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনে যোগ দেন। পদত্যাগ করে যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জাকারিয়া
৫ মিনিট আগেপ্রায় তিন বছর আগে একদিন সকালে মাদ্রাসার উদ্দেশে বাসা থেকে বেরিয়েছিল ১৪ বছর বয়সী হাফেজ মুয়াজ বিন তাহের। মাদ্রাসা ছুটি শেষে প্রতিদিন সময়মতো বাসায় ফিরলেও ওই দিন আর সে ফেরেনি। আজও তার খোঁজ মেলেনি। মা রাহেলা খানম লাকীর বিশ্বাস, তাঁর আদরের ছেলে একদিন ঘরে ফিরবে। তাই তো চোখের জলে প্রতিদিন সন্তানের পথ চেয়ে..
৭ মিনিট আগে